×

খেলা

০,১,০,১,২,০,০,১,২,০,১—মোবাইল নম্বর নয়, মঙ্গোলিয়ার লজ্জার বিশ্বরেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

০,১,০,১,২,০,০,১,২,০,১—মোবাইল নম্বর নয়, মঙ্গোলিয়ার লজ্জার বিশ্বরেকর্ড

ছবি: ক্রিকেট মঙ্গোলিয়া ফেসবুক পেজ

   

গেল মে মাসে জাপানের বিপক্ষে মাত্র ১২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে নাম তুলেছিল মঙ্গোলিয়া। এবার আরও এক লজ্জার রেকর্ডে নাম লেখাল দেশটি। সিঙ্গাপুরের বিপক্ষে কেবল ১০ রানে গুটিয়ে গেছে পূর্ব এশিয়ার দেশটি। ছেলেদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর এটি। এর আগে, স্পেনের বিপক্ষে ১০ রানে থেমেছিল যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত স্বায়ত্তশাসিত অঞ্চল ও দ্বীপ আইল অব ম্যান। তবে পার্থক্য হলো- আইল অব ম্যান দল ৮ দশমিক ৪ ওভারে আর মঙ্গোলিয়া ১০ ওভারে অলআউট হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ১০ রানে গুটিয়ে যাওয়ার দিনে মঙ্গোলিয়াকে ৯ উইকেটে হারায় সিঙ্গাপুর।

মঙ্গোলিয়াকে অল্পতে অলআউটের পেছনে বড় ভূমিকা রাখেন হার্শা ভরদ্বাজ। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩ রান খরচায় ৬ উইকেট নেন সিঙ্গাপুরের ১৭ বছর বয়সী এই লেগ-স্পিনার। ছেলেদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় সেরা বোলিং ফিগার এটি। এর আগে, গত বছরের ২৬ জুলাই চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুসের।

মালয়েশিয়ার বাঞ্জিতে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন মঙ্গোলিয়ার পাঁচ ব্যাটার। এর মধ্যে গান্দেম্বেরেল গানবোল্ড ও জোলজাভখলান শুরেন্তসেতসেগের ব্যাট থেকে সর্বোচ্চ ২ রান করে আসে। অন্যদিকে সানচির নাতসাগদোর্জ, সোদবিলেগ গান্তুলগা, লুওসানজুন্দুই এরদেনেবুলগান এনখবাতবাতখুয়াগের ব্যাট থেকে ১ রান আসে। মঙ্গোলিয়ার ব্যাটারদের স্কোর যথাক্রমে এমন— ০,১,০,১,২,০,০,১,২,০,১। 

এ ছাড়া অতিরিক্ত থেকে ২ রান এসেছে। দুটিই ওয়াইড। অর্থাৎ ওয়াইড না হলে বিশ্বরেকর্ডের ভারটি শুধু মঙ্গোলিয়াকেই বইতে হতো।

জবাবে মাত্র ৫ বলেই লক্ষ্য পেরিয়ে যায় সিঙ্গাপুর। তবে প্রথম বলেই উইকেট হারিয়েছিল তারা। এই টুর্নামেন্টে তাদের দ্বিতীয় জয় এটি। ৪ ম্যাচের সবকটি হেরে এশিয়ান বাছাইয়ের ‘এ’ গ্রুপের তলানিতে মঙ্গোলিয়া। অন্যদিকে ৭ দলের মধ্যে চতুর্থ সিঙ্গাপুর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App