×

খেলা

ভারত সিরিজের দল ঘোষণা কবে, জানাল বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

ভারত সিরিজের দল ঘোষণা কবে, জানাল বিসিবি

ছবি: সংগৃহীত

   

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই দাপুটে ও গৌরবময় জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষেই প্রথম টেস্ট ম্যাচ এবং প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টিম-টাইগার্স। পাকিস্তানকে হোয়াইটওয়াশ শেষে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টায় ঢাকায় এসে পৌঁছান নাজমুল হোসেন শান্তরা।

এদিকে ইতিহাস গড়ে সিরিজ জয়ের পরও বেশিদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন না লিটন-শান্তরা। চলতি মাসেই ভারত সফর করবে লাল-সবুজেরা। সেখানে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর টেস্ট সিরিজ দিয়ে সেই অভিযান শুরু হবে এবং তিন ম্যাচ টি-টোয়েন্টি দিয়ে এই সফর শেষ হবে।

সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্ট চেন্নাইয়ে এবং ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে। চারদিন বিরতি শেষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি এবং ৯ ও ১২ অক্টোবর দিল্লিতে ও হায়দরাবাদে বাকি দুটি ম্যাচ গড়াবে। টেস্ট সিরিজটি আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অংশ।

এদিকে বিসিবির এক নির্বাচক জানিয়েছেন, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল শিগগিরই ঘোষণা করা হবে।

তার ভাষ্যমতে, ‘খুব বেশি দেরি করব না। দ্রুতই হবে। কেননা, খুব একটা কাঁটাছেড়ার কিছু নেই। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে আমরা বিসিবিকে দল দিয়ে দেব।’

এই নির্বাচক আরও জানান, ‘কোনো সমস্যা নেই, সবাই ভালো আছে। জয়ের (মাহমুদুল হাসান) সমস্যাও সেরে উঠেছে। ১০ দিনের বিশ্রামে রয়েছেন, পেসার শরীফুল ইসলাম।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App