পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড গড়ে জিতল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড ম্যাচ; ছবি: এএফপি
ট্রাভিস হেডের ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ডগড়া জয়ে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৬২ বল ও ৭ উইকেট হাতে রেখেই স্কটিশদের হারিয়েছে অজিরা। এতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ১৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে সবচেয়ে বেশি বল হাতে রেখে বিশ্বরেকর্ড গড়ে জিতলো অস্ট্রেলিয়া। এর আগে, ২০২১ সালের জুনে গ্রিসের বিপক্ষে ১৫৮ রানের জবাবে ৪৩ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছিল রোমানিয়া।
এডিনবার্গে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ পায় স্কটল্যান্ড। দলটির হয়ে জিওর্জি মুনসি ২৮, ম্যাথু ক্রস ২৭ এবং অধিনায়ক রিচি বেরিংটন ২৩ রান করেন। অন্যদিকে অজিদের হয়ে সিন অ্যাবট তিনটি, জাভিয়ার বার্টলেট ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে স্কটিশ বোলারদের ওপর রীতিমতো তান্ডব চালান ওপেনার ট্রাভিস হেড ও অজি অধিনায়ক মিচেল মার্শ। ৩৪ বলে ১১৩ রানের জুটি গড়েন তারা।
পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে অজিরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে দ্বিতীয় সর্বোচ্চ রান এটি। এরপর ৯ দশমিক ৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ১২ চার ও ৫ ছক্কায় ২৫ বলে ৮০ রান করেন হেড। এই ইনিংস খেলার পথে পাওয়ার প্লেতে সর্বোচ্চ বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ডও গড়েন হেড।
অন্যদিকে ৫ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ১২ বলে ৩৯ রান করেন মার্শ। এ ছাড়া জশ ইংলিশ অপরাজিত ২৭ ও মার্কাস স্টয়নিস ৮ রান করেন।
স্কটল্যান্ডের হয়ে মার্ক ওয়াট দুই উইকেট নেন।