×

খেলা

সেরা কোচ হচ্ছেন কে!

Icon

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সেরা কোচ হচ্ছেন কে!

ছবি: সংগৃহীত

   

ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশনের পৃষ্টপোষকতায় প্রতি বছর বর্ষসেরা ফুটবলার, কোচ ও দলকে পুরস্কৃত করা হয়। এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে বর্ষসেরা কোচের লড়াই এবার বেশ প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ হয়ে উঠেছে। এবার বছরের সেরা কোচ হওয়ার লড়াইয়ে আছেন সময়ের অন্যতম সেরা ৬ জন। তারা হলেন ম্যানসিটির পেপ গার্দিওলা, রিয়ালের কার্লো আনচেলত্তি, লেভারকুসেনের জাভি আলোনসো, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, স্পেনের লুইস লা দে ফুয়েন্তে ও আটলান্টার পিয়েরো গাসপিরিনি। আগামী ২৮ অক্টোবর প্যারিসে জমকালো অনুষ্ঠানে অন্যান্য পুরস্কারের সঙ্গে বর্ষসেরা কোচের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

প্রকাশিত ছয়জনের সংক্ষিপ্ত তালিকার মধ্যে বাকিদের চেয়ে এগিয়ে আছেন আনচেলত্তি। এই ইতালিয়ানের নেতৃত্বে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতে রিয়াল মাদ্রিদ। এদিকে গার্দিওলার কোচিংয়ে গত মৌসুমে প্রথম ক্লাব হিসেবে টানা চতুর্থবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়ে ম্যানচেস্টার সিটি। সেসঙ্গে জিতে নেয় কারাবো কাপও। তবে কোচদের তালিকায় চমক জাগানো নামটি আলোনসো। তার হাত ধরে বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে বুন্দেসলিগার ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত থেকে শিরোপা জিতে নেয় লেভারকুসেন। সব মিলিয়ে ৫১ ম্যাচ অপরাজিত থাকার নজির গড়ে দলটি।

এদিকে আটলান্টাকে ইউরোপা লিগের শিরোপা জেতানোয় গুরুত্বপূর্ণ অবদান রাখেন গাসপেরিনি। ১১৭ বছরের ক্লাব ইতিহাসে দ্বিতীয় এবং ৬১ বছর পর প্রথম কোনো বড় শিরোপা জয়ের স্বাদ পায় ইতালিয়ান দলটি। ফলে তাকেও পিছিয়ে রাখার সুযোগ নেই। অন্যদিকে জাতীয় দলের কোচদের মধ্যে স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতান লা ফুয়েন্তে।

আর স্কালোনি তো আর্জেন্টনাকে একের পর এক সাফল্যের ভেলায় ভাসিয়ে নিয়ে চলেছেন। বিশ্বকাপ জয়ের পর দলকে জিতিয়েছেন ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা। ক্লাবের বাইরে হিসাব করলে স্কালোনি এগিয়েই থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App