×

খেলা

আইসিসিতে বাংলাদেশের আম্পায়ারদের ব্যস্ত সূচি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ পিএম

আইসিসিতে বাংলাদেশের আম্পায়ারদের ব্যস্ত সূচি

বাংলাদেশের চার আম্পায়ার, ছবি: সংগৃহীত

   

একের পর এক সিরিজের কারণে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার ব্যস্ত সূচির সামনে দেশের আন্তর্জাতিক প্যানেলের আম্পায়াররাও। লাল-সবুজ শিবিরের ৪ আম্পায়ারকে আগামী দুই মাসে বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে আইসিসি। বাংলাদেশের এক আন্তর্জাতিক ম্যাচ রেফারিও ব্যস্ত থাকবেন।

আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এসব টুর্নামেন্ট আয়োজিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি।

মালয়েশিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া-‘এ’ কোয়ালিফায়ারে ম্যাচগুলোতে দায়িত্ব পালন করেছেন আম্পায়ার মোর্শেদ আলী খান। চলতি বছরের এপ্রিলে বিসিবির মনোনয়নে আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারিং প্যানেলে অন্তর্ভুক্ত হন তিনি।

এদিকে আরেক আম্পায়ার মাসুদুর রহমানকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-টুতে আম্পায়ারিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৪ থেকে ২৭ সেপ্টেম্বর কানাডায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে স্বাগতিকদের সঙ্গে ওমান ও নেপাল খেলবে।

এদিকে কানাডায় ত্রিদেশীয় টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন বাংলাদেশে আরেক আম্পায়ার রাহুল। ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে।

এরপর ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর টি–টোয়েন্টি সিরিজ খেলবে দল তিনটি। এই টুর্নামেন্টে বাংলাদেশের নিয়ামুর রশিদ ম্যাচ রেফারি হিসেবে থাকবেন।

আরেক আম্পায়ার তানভির আহমেদ দক্ষিণ কোরিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্ট এশিয়া প্যাসিফিক সাব রেজিওনাল-‘বি’-এর ম্যাচগুলোতে দায়িত্ব পালন করবেন। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্টটি। 

অন্যদিকে বাংলাদেশের নারী আম্পায়ার জেসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে আম্পায়ারিং করবেন। ৪ থেকে ১৪ নভেম্বর এই বাছাইপর্ব হবে । এর আগে, প্রথমবার নারী এশিয়া কাপে ম্যাচ পরিচালনা করার সুযোগ পান জেসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App