×

খেলা

বাফুফের নির্বাচন: সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা তরফদার রুহুল আমিনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম

বাফুফের নির্বাচন: সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা তরফদার রুহুল আমিনের

ছবি- সংগৃহীত

   

গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাফুফে থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’। দুই দফায় বাফুফের সামনে গিয়ে বিক্ষোভও করে সংগঠনটি । তবে বিষয়টি গুরুত্ব না দিয়ে ১৩ আগস্ট সালাউদ্দিন জানিয়েছিলেন, তিনি পদত্যাগ তো করবেনই না, বরং ফের বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন। সেই ঘোষণার এক মাস পর নিজের অবস্থান বদলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান সালাউদ্দিন।

এরপর থেকে আলোচনায় সম্ভাব্য নতুন সভাপতিদের নাম। সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন, বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল এবং বর্তমান সহসভাপতি ইমরুল হাসানের নাম সামনে আসতে থাকে।

এবার ২৪ ঘণ্টা না পেরোতেই রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ঐক্যমতের ভিত্তিতে তরফদার রুহুল আমিনকে সভাপতি প্রার্থী ঘোষণা করেন আমিনুল হকের নেতৃত্বে ক্রীড়া সংগঠকরা।

অনুষ্ঠানে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন বলেন, ‘জেলা ও ক্লাবগুলোর পক্ষ থেকে তরফদার রুহুল আমিনকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হচ্ছে। ফুটবল ফেডারেশন জেলা পর্যায়ে লিগ পরিচালনা করতে সহায়তা করেনি। তার সহায়তায় জেলায় লিগ হয়েছে। প্রার্থীতা  গ্রহণ করেছেন তিনি।’

অনুষ্ঠান মঞ্চে সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বিরসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

তরফদার রুহুল আমিন মূলত ব্যবসায়ী। চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে ফুটবলাঙ্গনে তার পথচলা। ২০১৬-২০২২ পর্যন্ত ফুটবলে অঢেল অর্থের বিনিয়োগ করেছেন তিনি। বসুন্ধরা কিংসের আগে প্রথম পেশাদার ফুটবল ক্লাব সাইফ স্পোর্টিং গড়েন তিনি। সেই ক্লাব থেকে জাতীয় ফুটবল দলে এখন অনেকেই প্রতিষ্ঠিত।

ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ছাড়াও মহানগর ক্লাব পর্যায়ে অনেক অর্থ প্রদান করেছেন এই সংগঠক। কাজী সালাউদ্দিনের সঙ্গে মনোমালিন্যের কারণে সাইফ স্পোটিংয়ের সিনিয়র ও জুনিয়র দুই ক্লাবই ফুটবল থেকে প্রত্যাহার করে নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App