চেন্নাইতে প্রস্তুতি চলছে বাংলাদেশ দলের

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫ এএম

ছবি: সংগৃহীত
ভারত সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইতে বাংলাদেশ ক্রিকেট দল পৌঁছে গেছে রবিবার (১৫ সেপ্টেম্বর)। চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) তীব্র গরমের মধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের অনুশীলনের সময় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ব্যাটিং কোচ ডেভিড হেম্পকেও দেখা গেছে।
ভারতের তামিলনাড়ু শহরের তাপমাত্রা আজ (মঙ্গলবার) ৩৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু হচ্ছে প্রথম টেস্ট। তাই বসে থাকার জো নেই। এই গরমের মধ্যেই আটঘাট বেঁধে অনুশীলনে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৭ মিনিটে চেন্নাইতে নাজমুল হোসেন শান্তদের অনুশীলনের ভিডিও পোস্ট করে। ১ মিনিট ৪০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গেছে, শান্ত ব্যাটিং অনুশীলন করছেন। উইকেটের পেছনে দাঁড়িয়ে লিটন দাস কী যেন বলতে চাইলেন।
আরো পড়ুন: ভারত সিরিজে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে টাইগাররা
চেন্নাইতে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশন মাঠে থেকে পর্যবেক্ষণ করেছেন হাথুরু ও হেম্প। শান্তদের ব্যাটিং অনুশীলনের সময় থ্রোয়ারের কাজও করেছেন তারা। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও অনুশীলন করেছেন। নাঈম হাসান, তাইজুল ইসলামরা তাদের ঘূর্ণিজাদু কতটা কাজ করছে, সেটা পরখ করেছেন। নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদের মতো পেসাররাও নিজেদের ঝালিয়ে নিয়েছেন।
এদিকে ভারতও তাদের অনুশীলন পর্ব চালিয়ে যাচ্ছে। বিরাট কোহলি, রবীচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্তরা করেছেন অনুশীলন। যেখানে অনুশীলনের সময় কোহলি চিপক স্টেডিয়ামের দেয়াল ভাঙার মতো ঘটনাও ঘটিয়েছেন। এত মাস পর টেস্ট খেলতে যে কতটা ক্ষুধা নিয়ে নামছেন তিনি, সেটার প্রমাণ তার এমন অনুশীলন।