×

খেলা

চেন্নাই টেস্ট

একাদশ নির্বাচনের আগে প্রশ্নের মুখোমুখি ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ পিএম

একাদশ নির্বাচনের আগে প্রশ্নের মুখোমুখি ভারত

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুই টেস্টের সিরিজ খেলতে এখন ভারতে অবস্থান করছে। ১৯ সেপ্টেম্বর টাইগারদের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মারা। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। ঘরের মাঠে নাজমুল শান্তদের বিপক্ষে মাঠে নামার আগে একাদশ নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে হবে স্বাগতিকদের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিতকে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, চেন্নাইয়ে প্রথম টেস্টে মাঠে নামার আগে গম্ভীর এবং রোহিতের সামনে এখন একটিই প্রশ্ন, টাইগারদের বিপক্ষে একাদশে তিন স্পিনার নাকি তিন পেসার নিয়ে খেলবে ভারত? 

চিপকে লাল মাটির পিচে খেলা হবে বলে জানিয়েছে ক্রিকইনফো। এই পিচে যথেষ্ট বাউন্স এবং ক্যারি থাকবে বলেও ধারণা করা হচ্ছে। ফলে এমন পিচে পেসাররাও ভয়ঙ্কর ওঠতে পারেন। এছাড়া, কন্ডিশন এবং পিচের কারণে পেসাররা রিভার্স সুইং আদায় করে নিতে পারবেন।

আরো পড়ুন: চেন্নাইতে প্রস্তুতি চলছে বাংলাদেশ দলের

যদিও দিন যত এগোবে চেন্নাইয়ের পিচ ততোই স্পিনারদের জন্য সহায়ক হয়ে ওঠবে। তবুও লাল মাটির পিচে খেলা হবে বলেই একাদশে কয়জন পেসার রাখবেন তা নিয়েও ভাবতে হচ্ছে গম্ভীর-রোহিতকে।

বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভারত একাদশে পাঁচ বোলার নিয়ে খেলবে বলে ধারণা করা হচ্ছে। যশপ্রীত বুমরার সঙ্গে পেসারদের মধ্যে আরো থাকবেন মোহাম্মদ সিরাজ। আর স্পিনারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বীন এবং রবীন্দ্র জাদেজার জায়গাটাও পাকাই। পঞ্চম বোলার হিসেবে একাদশে জায়গা পেতে লড়াইটা মূলত আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, আকাশ দীপ এবং ইয়াশ দয়াল- এই চারজনের মধ্যে। এদের মধ্যে একমাত্র ইয়াশই বাঁহাতি সিমার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App