অবশেষে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ পিএম

সাকিব-মিরাজ
পাকিস্তান সিরিজের পর দলের সঙ্গে দেশে ফেরেননি সাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলতে ইংল্যান্ডে উড়াল দেন তিনি। সেখান থেকেই ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে পুরো দল প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে থাকলেও মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত দলের সঙ্গে ছিলেন না সাবেক এই অধিনায়ক।
এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছিল, দলের সঙ্গে কবে যোগ দেবেন তিনি। তবে দিন পেরিয়ে আসে স্বস্তির খবর। অবশেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। মঙ্গলবার রাতেই দলের সঙ্গে যোগ দেন তিনি। গণমাধ্যমে টিম ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সোমবার থেকেই চেন্নাইয়ে অনুশীলন শুরু করছে লাল-সবুজেরা। সাদমান থেকে শুরু করে নাঈম হাসান, নাহিদ রানারা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নামবে টাইগাররা। তাই সবকিছু ঠিক থাকলে আজ দলের সঙ্গে অনুশীলন করবেন সাকিব।