×

খেলা

দুইবার এগিয়ে গিয়েও মেসিদের ড্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩ এএম

দুইবার এগিয়ে গিয়েও মেসিদের ড্র

ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

   

মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সময় অনুযায়ী খেলা অনুষ্ঠিত হয় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে, যেখানে প্রায় ৬৮ হাজার দর্শক মেসির খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন।

দলের কোচ মেসিকে শুরুতে বিশ্রামে রেখে ৬১তম মিনিটে মাঠে নামান, তবে সেদিন মেসি তার জাদু দেখাতে ব্যর্থ হন এবং মায়ামিও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। চোট কাটিয়ে মেসি আগের ম্যাচে ফিরেছিলেন এবং দুটি গোল করেছিলেন, তবে কোচ এক সপ্তাহে ৩টি ম্যাচ খেলানোর কারণে তাকে শুরুর একাদশে রাখেননি। তার বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেস এবং জর্দি আলবাকেও দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয়, তবে সের্হিও বুসকেতস চোটের কারণে খেলতে পারেননি।

প্রথমার্ধে মায়ামি এগিয়ে ছিল, ২৯তম মিনিটে গোল করেন হন্ডুরাসের মিডফিল্ডার দাভিদ রুইস। তবে দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে আটলান্টার জর্জিয়ান উইঙ্গার সাবা লবজানিদজের গোলে সমতা ফেরে। ৩ মিনিট পরেই লিওনার্দো কাম্পানার গোলে আবারো মায়ামি এগিয়ে যায়, ঠিক এরপরই মাঠে নামেন মেসি।

মেসি মাঠে নামার পরপরই তার একটি শট আটলান্টার গোলকিপার ঠেকিয়ে দেন। লুইস সুয়ারেসও একটি সুযোগ পেয়েছিলেন, তবে আটলান্টার গোলকিপার সেই প্রচেষ্টাও রুখে দেন।

৮৪তম মিনিটে রুশ ফরোয়ার্ড আলেক্সি মিরানচুক আটলান্টার হয়ে সমতা ফেরান। এটি তার মেজর লিগ সকারে প্রথম গোল, তিনি এই মৌসুমেই ইতালিয়ান ক্লাব আতালান্দা থেকে আটলান্টায় যোগ দিয়েছেন।

ম্যাচের যোগ করা ৭ মিনিটেও আর কোনো দল গোল করতে পারেনি। টানা পাঁচ জয়ের পর এবার পয়েন্ট হারাতে হলো মায়ামিকে।

কোপা আমেরিকায় পাওয়া চোট কাটিয়ে গত শনিবারের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন মেসি, সেদিন তিনি দুটি গোল করেছিলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে। আগামী শনিবার আবার মায়ামির খেলা নিউ ইয়র্ক সিটির বিপক্ষে।

আরো পড়ুন: ইত্তিহাদে পয়েন্ট হারলো ম্যানসিটি

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি, ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিনসিনাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App