সাকিবের যে পরিবর্তনের প্রশংসায় তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম

তামিম-সাকিব, ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরেই ব্যাট হাতে ছন্দে নেই সাকিব আল হাসান। সবশেষ পাকিস্তান সিরিজ ও কাউন্টি ক্রিকেটে ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়েছেন সাবেক এই টাইগার দলপতি। তবে বল হাতে দ্য গ্রিন ম্যানদের মাটিতে এবং ইংল্যান্ডে ভেলকি দেখিয়েছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাংলাদেশেরও এখন স্পিন ঘূর্ণিতে জাদু দেখানো সাকিবকে খুব করে দরকার। কেননা, চেন্নাই টেস্টের প্রথম দিনে টস জিতে ফিল্ডিং করছে লাল-সবুজেরা।
এদিকে সাকিবরা যখন মাঠে লড়ছেন, সেই সময়ে ধারাভাষ্য কক্ষে লাল-সবুজের হয়ে আওয়াজ তুলছেন তামিম ইকবাল। প্রথমবার দেশের বাইরে ম্যাচের ধারা-বিবরণী দিচ্ছেন তিনি। টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে এখনও অবসর না নিলেও ভারত সিরিজে সাবেক এই অধিনায়ককে পুরোদমে ধারাভাষ্যে দেখা যাচ্ছে। সেখানেই সাকিবের বোলার স্বত্বা নিয়ে মন্তব্য করেন তামিম। সাকিবের বোলিংয়ের কিছু পরিবর্তনের কথাও জানান দেশসেরা এই ওপেনার।
তামিমের মতে, সাকিব তার বোলিংয়ে গতি বাড়িয়েছেন বেশ। সে বিষয়টার প্রশংসা করেন তিনি।
তামিমের পর্যবেক্ষণ, ‘আমি তার সারের হয়ে কাউন্টি ক্রিকেটের ম্যাচটার কিছু ক্লিপ আর হাইলাইটস দেখেছি। আমি মনে করি, সে তার বোলিংয়ের গতিটা একটু বাড়িয়েছে। আর এটা ইতিবাচক একটা পরিবর্তনই হয়ে এসেছে।’
তামিম যোগ করেন, সে বোলিংয়ে অসাধারণ করছে, পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলেও, অসাধারণ বোলিং করে গেছে। তবে সম্প্রতি সাকিবের ব্যাটিং নিয়ে সাকিব কিছুটা স্ট্রাগেল করছে!