×

খেলা

চেন্নাই টেস্ট

দিনের শুরুতেই স্বস্তি বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ এএম

দিনের শুরুতেই স্বস্তি বাংলাদেশের

বাংলাদেশ-ভারত ম্যাচ, ছবি: বিসিসিআই

   

চেন্নাই টেস্টের প্রথম দিনে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিন জুটি। এক সেশনেরও বেশি সময় ধরে টাইগার বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন এই দুই অলরাউন্ডার। অবশেষে সেই জুটি ভাঙল। দ্বিতীয় দিনের প্রথম সেশনের তৃতীয় ওভারেই জাদেজাকে সাজঘরে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। তার বলে উইকেটের পেছনে লিটনের মুঠোবন্দি হয়ে ব্যক্তিগত ৮৬ রানে ফেরেন জাদেজা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৪৪ রান। নতুন ব্যাটার আকাশ দীপ। অশ্বিন অপরাজিত ১০৬ রানে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) চালকের আসনে থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। তবে দলীয় স্কোরশিটে ৪ রান যোগ হতেই প্যাভিলিয়নে ফেরেন জাদেজা। তাসকিনের খাটো লেংথের ডেলিভারিতে জাদেজার ব্যাটের কানা ছুঁয়ে বল লিটনের গ্লাভসে জমা পড়লে ভাঙে তাদের ১৯৯ রানের জুটি।

এর আগে, প্রথম দিনে দলীয় ১৪ রানেই রোহিতকে (৬) সাজঘরে ফেরান হাসান। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় ম্যান ইন ব্লুরা। রানের খাতা খোলার আগেই গিল এবং দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই কোহলিকে ফেরান হাসান। এরপর পান্থকে (৩৯) নিজের চতুর্থ শিকার বানান এই পেসার।

অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন জয়সওয়াল। তবে হাফ-সেঞ্চুরির পর এই ওপেনার (৫৬) ফিরলে লোকেশ রাহুলও (১৬) বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি।

সপ্তম উইকেট জুটিতে দলীয় বিপর্যয় সামাল দেন অশ্বিন ও জাদেজা। মারমুখী ব্যাটিংয়ে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন অশ্বিন। শেষমেশ ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানে প্রথম দিন শেষ করে টিম ইন্ডিয়া। অশ্বিন ১০২ ও জাদেজা ৮৬ রানে অপরাজিত থাকেন।


টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App