×

খেলা

ট্রাভিস হেড ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম

ট্রাভিস হেড ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

ছবি: এএফপি

   

ইনিংসের প্রথম ৩০ ওভারে দুইশ পেরোনো পুঁজি গড়ে ব্যাটিংয়ে দারুণ শুরু করেছিল ইংল্যান্ড। সেখান থেকে ৪০০ রান করাটা অসম্ভব কিছুই ছিল না। তবে ১৯ রানের মধ্যে ডাকেট ও ব্রুককে প্যাভিলিয়নে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মার্নাস ল্যাবুশেন। এরপরও তিনশোর্ধ্ব রানের সংগ্রহ পায় ইংলিশরা। তবে ট্রাভিস হেডের তাণ্ডবে মামুলি বনে যায় ইংল্যান্ডের চ্যালেঞ্জিং সংগ্রহ। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ট্রেন্ট ব্রিজে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ৪৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মিচেল মার্শকে হারায় অস্ট্রেলিয়া। এরপর তিনে নামা স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে ৭৬ রানের জুটি গড়েন হেড। স্মিথ বিদায়ের পর তৃতীয় উইকেটে ক্যামেরন গ্রিনকে নিয়ে ৭৩ রান যোগ করেন হেড। 

শেষদিকে ল্যাবুশেনের সঙ্গে অবিচ্ছিন্ন ১৪৮ রানের জুটিতে দলকে জয় এনে দেন তিনি। শেষমেশ ২০ চার ও ৫ ছক্কায় ১৫৪ রানে অপরাজিত থাকেন হেড। অন্যপ্রান্তে ৭ চার ও ২ ছক্কায় ৭৭ রান করে অপরাজিত ছিলেন ল্যাবুশেন।

এর আগে, ডাকেটের ব্যাটে ভর করে তিনশ পেরোনো সংগ্রহ পায় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৯১ বলে ৯৫ করেন এই ওপেনার। এ ছাড়া উইল জ্যাকসের ব্যাট থেকে এসেছে ৫৬ বলে ৬২ রান। ৩১ বলে ৩৯ রান করেন হ্যারি ব্রুক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App