হলিউডে মেসির প্রযোজনা প্রতিষ্ঠান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
-66ee576d20408.jpg)
লিওনেল মেসি, ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার রোজারিও থেকে উঠে এসে পুরো বিশ্বকে নিজের পায়ের জাদুতে আটকে ফেলেছেন লিওনেল মেসি। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সর্বকালের সেরা খেলোয়াড় তো বটেই, ফুটবল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গর্বের সঙ্গে লিখেছেন নিজের নাম। আটবারের ব্যালন ডি অর জয়ী মেসি সর্বশেষ বিশ্বকাপ জিতেছেন কাতারে। দুই বছর পর আরেকটি বিশ্বকাপে তাকে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে এবার মেসি নতুন এক অধ্যায় শুরু করলেন।
এবার হলিউডে পা রাখতে যাচ্ছেন মেসি। হলিউডে প্রযোজনা সংস্থা খুলেছেন ইন্টার মায়ামির এই খেলোয়াড়। যেখানে বানানো হবে ওয়েব সিরিজ এবং চলচ্চিত্র। বিশ্বকাপজয়ী এই তারকার প্রতিষ্ঠানের নাম ‘৫২৫ রোজারিও’। শুরুতেই যেখানে ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন মেসি। বিনোদনের এই ব্যবসায় অনেক আগে থেকেই আসার পরিকল্পনা ছিল মেসির। লম্বা সময় পরিকল্পনার পর এবার ‘৫২৫ রোজারিও’ আলোর মুখ দেখল। বলা হচ্ছে, প্রিমিয়াম এই প্রযোজনা প্রতিষ্ঠান টিভি অনুষ্ঠান, চলচ্চিত্র, লাইভ স্পোর্টস এবং কমিউনিটি প্রোগ্রাম তৈরি করবে। স্বনামধন্য প্রতিষ্ঠান স্মাগলার এন্টারটেইনমেন্টের সঙ্গে যৌথভাবে কাজ করবে ‘৫২৫ রোজারিও’। স্মাগলার এন্টারটেইনমেন্ট এরই মধ্যে মেসির বিশ্বকাপ নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে।
যার নাম ছিল, মেসির বিশ্বকাপ : দ্য রাইজ অব আ লিজেন্ড’। যা অ্যাপেল টিভি প্লাসে দেখার সুযোগ রয়েছে। নিজের নতুন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে মেসি বলেছেন, ‘বিনোদন সব সময়ই আমার আগ্রহের জায়গা। আমি মাঠে বা অন্য কোথাও বিনোদন খুঁজে নেই। আমি খুব আগ্রহ নিয়ে নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান এনেছি। যা ভালোমানের কনটেন্ট এবং অভিজ্ঞতা শেয়ার করবে’। মায়ামি এবং মেসির জন্মস্থান রোজারিও থেকে এই প্রতিষ্ঠান পরিচালনা হবে। এদিকে চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন মেসি এবং ২ মাস পর ইন্টার মায়ামিতে প্রত্যাবর্তনের ম্যাচে ২ গোল করে আবারো নিজের জাত চিনিয়েছেন ফুটবল বিশ্বকে।