সাকিবকে নিয়ে প্রশ্ন তুললেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম
-66ee990f9d638.jpg)
ছবি: বিসিসিআই
চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। তার ব্যাট থেকে ৩২ রান এসেছিল। তবে ব্যাটিংয়ের চেয়ে বড় চিন্তার কারণ সাবেক অধিনায়কের বোলিং।
অনেকদিন ধরেই রানখরায় সাকিব। তবে দলে তার জায়গা নিয়েই কেউই প্রশ্ন তুলেনি। কারণ, বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। পাকিস্তানের মাটিতেও তার হাত ধরে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেুক-থ্রু এসেছিল।
দ্য গ্রিন ম্যানদের সঙ্গে সিরিজের পর কাউন্টি ক্রিকেটে সারের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। ২ ইনিংস মিলিয়ে শিকার করেন ৯ উইকেট। তবে ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খেয়েছেন।
এবার ভারতের মাটিতে উল্টো চিত্র। ব্যাট হাতে সাকিব রান পেলেও বল হাতে পুরোপুরি ব্যর্থ। প্রথম ইনিংসে ৮ ওভার হাত ঘুরিয়ে কোনো উইকেট পাননি। উল্টো ৬ দশমিক ২৫ গড়ে ৫০ রান দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে খরচ করেছেন ৭৯ রান। এবারও সাকিবের ঝুলিতে নেই কোনো উইকেট। এ নিয়ে ধারাভাষ্য কক্ষেও প্রশ্ন উঠে। বিশেষ করে সাকিবের বলে কেন স্পিন হচ্ছে না, তা নিয়েই আলোচনা হয়। ধারাভাষ্য প্যানেলে থাকা সাবেক বাঁ-হাতি স্পিনার মুরালি কার্তিক জানান, আঙুলে চোটের কারণে ভালোভাবে বল ধরতে পারছেন না সাকিব।
এ সময়ে ক্যামেরায় সাকিবের আঙুল দেখানো হয়। যা থেকে স্পষ্ট বোঝা যায়, তার হাতে চোট রয়েছে।
ধারাভাষ্য প্যানেলে থাকা তামিম ইকবালও প্রশ্ন তোলেন। তামিম জানান, ‘মুরালি কার্তিক বলে গেছে, আঙুলের সমস্যার কারণে সাকিব বল গ্রিপ করতে পারছে না। যদি তা-ই হয়, তাহলে বাংলাদেশ চারজন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত, তারা এই ইনজুরির কথাটা আগে থেকেই জানত কি না।’