×

খেলা

ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ

ফাইনালে মুখোমুখি কোরিয়া-জাপান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফাইনালে মুখোমুখি কোরিয়া-জাপান

ছবি: সংগৃহীত

   

ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ফাইনালে আজ রাতে কলম্বিয়ার স্টাডিও এল ক্যাম্পিনে মুখোমুখি হচ্ছে দুই এশিয়ান পরাশক্তি জাপান ও উত্তর কোরিয়া। টুর্নামেন্টটি এর আগে উত্তর কোরিয়া দুইবার ও জাপান একবার জিতেছে। ২০০৬ ও ২০১৬ সালে চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয় জাপান। সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের ১-০ গোলে কোরিয়া এবং ডাচ মেয়েদের ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে জাপানের মেয়েরা। এর আগেই অবশ্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের অনূর্ধ্ব-২০ নারী দল। অন্যদিকে বাংলাদেশ সময় আজ রাত ৩টা ৩০ মিনিটে অল-এশিয়া শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে উত্তর কোরিয়া ও জাপানের মেয়েরা। ফাইনালে ওঠার লড়াইয়ে উত্তর কোরিয়ার মেয়েদের বেশ চড়াই-উতরাই পেরোতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম সেমিফাইনালে অবশ্য ম্যাচের ২২ মিনিটেই গোল পেয়ে যায় কোরিয়ানরা। সন চোয়ের গোলে লিড নিয়ে পুরো ম্যাচ তা ধরে রাখতে সক্ষম হয় তারা। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি মার্কিন মেয়েরা। ফলে নিজেদের চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় যুক্তরাষ্ট্রের। মেয়েদের এই বয়সভিত্তিক বিশ্বকাপে সর্বাধিক ৩ বার করে চ্যাম্পিয়ন জার্মানি ও যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন মেয়েরা কোয়ার্টারে বিদায় করেছিল জার্মান মেয়েদের।

যুক্তরাষ্ট্রের কাছে হারের ফলে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে সফল দল জার্মানির বিদায় হয়েছে। এ দলটি তিনবার শিরোপা জয় করেছে। তবে ২০১৪ সালের পর আর শিরোপা দেখা পায়নি দলটি। অথচ আগের দশ বছরে তারা তিনবার শিরোপা জয় করে।

অন্যদিকে এশিয়ার আরেক দেশ জাপান কোয়ার্টার ফাইনালে সর্বশেষ চ্যাম্পিয়ন স্পেন ও সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে উঠেছে ফাইনালের মঞ্চে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে ডাচ মেয়েদের বিপক্ষে অবশ্য জিততে তেমন বেগ পেতে হয়নি জাপানের। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মানাকা মাতসুকুবোর গোলে এগিয়ে যায় জাপান অনূর্ধ্ব-২০ দলের মেয়েরা। গোল হজম করেও ম্যাচে সেভাবে ফিরতে পারেনি ডাচরা। উল্টো ম্যাচের ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানাকা। ফলে জয় নিশ্চিত হয়ে যায় জাপানের। সর্বশেষ তিন আসরে জাপান একবার চ্যাম্পিয়ন, একবার রানার্সআপ ও একবার তৃতীয় হয়েছে। উত্তর কোরিয়া ২০১৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পরের দুই আসরের সেমিফাইনালেও উঠতে পারেনি। নারী ফুটবলের অন্যতম পরাশক্তি উত্তর কোরিয়া তৃতীয় শিরোপা জিতবে নাকি জাপান ট্রফি জয়ের সংখ্যা ডাবল করে, সেটাই দেখার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App