কানপুর টেস্টের একাদশ নিয়ে ধারণা দিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ পিএম
-66f266bf95f23.png)
বাংলাদেশ দল, ছবি: এপি
ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চেন্নাই টেস্টে হারের পর সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। এবার ঘুরে দাঁড়ানোর মিশনে কানপুরে টাইগারদের একাদশে পরিবর্তন আসতে পারে। এমনটাই আভাস দিয়েছেন দলের সঙ্গে থাকা নির্বাচন হান্নান সরকার।
চেন্নাইয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা কোন কম্বিনেশনে যাব, কোন ফরমেশনে আমরা টিমটা সাজাব… সেখানে আমরা দেখব উইকেটটা কেমন, আমরা কন্ডিশনটা দেখে জাজমেন্টে যাব। সেখানে স্ট্র্যাজেটি পরিবর্তনের প্রয়োজন হলে আমরা করতেই পারি।‘
এদিকে দ্বিতীয় ও শেষ টেস্টে সাকিব আল হাসানকে পাওয়া নিয়েও শঙ্কা আছে। এখনও তার ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় বিসিবি। তবে শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট।
এ নিয়ে হান্নানের ভাষ্য, ‘আমরা টিম সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয়, সাকিব খেলবে, আর যদি মনে হয় না এই মুহূর্তে সাকিবকে ছাড়া… সেটাও হতে পারে। সাকিব কিন্তু অন্য সংস্করণও খেলে, সে জায়গা থেকে জানেন সামনে তিনটা টি-টোয়েন্টি রয়েছে, সেটাও আমাদের বিবেচনায় থাকবে।'
তিনি যোগ করেন, ‘সবকিছু বিবেচনায় নিয়ে… যেহেতু চারদিন আছে, দুইদিন আমরা মাঠে থাকব, সেখানে আমরা আরও নিবিড় পর্যবেক্ষণ করব, তার ব্যাটিং-বোলিং জাজ করার চেষ্টা করব, তার কাছ থেকে মতামত নেব, তারপর সিদ্ধান্তে আসব।’