আর্জেন্টিনার পরের ম্যাচ কবে-কখন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ পিএম
-66f28dc7136da.png)
আর্জেন্টিনা দলের অনুশীলন
ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বে লাতিন অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষেও আর্জেন্টাইনরা। আগামী অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে লে আলবিসেলেস্তেরা। ম্যাচ দুটিতে আকাশি-নীল জার্সিধারীদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও বলিভিয়া।
সূচি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ভেনেজুয়েলা আর ১৬ অক্টোবর ভোর ৬টায় বলিভিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। তবে ম্যাচ দুটির ভেন্যু এখনও ঠিক হয়নি।
ভেনেজুয়েলার সঙ্গে ১৪ বারের দেখায় ১০ বারই জিতেছে আলবিসেলেস্তেরা। এ ছাড়া দুটি ম্যাচ ড্র এবং বাকি দুটি জিতেছে ভেনেজুয়েলা। সবশেষ ২০২২ সালে দল দুটির দেখা হয়েছিল। সেবার ৩-০ গোলে জিতেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা।
অন্যদিকে মোট ১৬ বার বলিভিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে ১১ ম্যাচেই জিতেছে আলবিসেলেস্তেরা। বাকি তিনটি ড্র এবং দুটিতে হেরেছে আর্জেন্টিনা। গত বছরের সেপ্টেম্বরে সবশেষ দেখায় ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
লাতিন বাছাইপর্বে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৮ পয়েন্টে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। কলম্বিয়া ১৬ ও উরুগুয়ে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। চারে থাকা ইকুয়েডরের পয়েন্ট ১১।