×

খেলা

চমক দিয়ে পাকিস্তানের টেস্ট স্কোয়াড ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পিএম

চমক দিয়ে পাকিস্তানের টেস্ট স্কোয়াড ঘোষণা

পাকিস্তান দল, ছবি: সংগৃহীত

   

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই টেস্টে এক বছরের বেশি সময় দলের বাইরে থাকা নুমান আলীকে ফেরানো হয়েছে। 

সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে টেস্ট খেলেছেন ৩৭ বছর বয়সী নোমান। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচের পর আর খেলেননি তিনি। অস্ট্রেলিয়া সফরে ইনজুরিতে ছিটকে পড়েছিলেন তিনি। বাংলাদেশ সিরিজের দলেও ছিলেন না বাঁ-হাতি এই স্পিনার। 

এখন পর্যন্ত ১৫ টেস্টে ৪৭ উইকেট নেওয়া নোমান ছাড়াও এই সিরিজে থাকছেন লেগ স্পিনার আবরার আহমেদ। তবে ইনজুরির কারণে পেসার খুররাম শাহজাদের ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা হয়নি।

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এরপরই সমালোচনার মুখে পড়ে শান মাসুদের নেতৃত্বাধীন দলটি। সেই সিরিজের দল থেকে টপ-অর্ডার ব্যাটসম্যান কামরান গুলাম এবং পেসার মোহাম্মদ আলী বাদ পড়েছেন। মুলতানে আগামী ৭ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমের জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, মীর হামজা, মুহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, নুমান আলী, সাইম আইয়ুব, সালমান আঈ আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App