এনকুঙ্কুর হ্যাটট্রিকে লিগ কাপে চেলসির গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পিএম
-66f3c83554b1b.jpg)
ছবি: সংগৃহীত
ক্যারাবাও কাপে ব্যারাউয়ের বিপক্ষে বড় জয়ই পেয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে এই জয়ে দারুণ অবদান রেখেছেন ক্রিস্টোফার এনকুঙ্কু। প্রতিপক্ষকে পাঁচ গোলে উড়িয়ে দেওয়ার দিনে হ্যাটট্রিক করেন এনকুঙ্কু। এই জয়ে ক্যারাবাও কাপের চতুর্থ রাউন্ডও নিশ্চিত করেছে চেলসি।
ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে এনজো মারেসকার শিষ্যরা। ম্যাচের শুরুতেই ব্লুজদের লিডও এনে দেন এনকুঙ্কু। ম্যাচের অষ্টম মিনিটে জাও ফেলিক্সের বাড়িয়ে দেওয়া বলে গোল করেন তিনি। এর মিনিট সাতেক পর ফের গোলের দেখা পেয়েছন এনকুঙ্কু। মালো গুস্তোর বাড়ানো ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি এই ফুটবলার।
এরপর আত্মঘাতী গোল করে বসেন ব্যারাউয়ের গোলরক্ষক পল ফারম্যান। এতে প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যাওয়ার পর বিরতি থেকে ফিরে আরও দুই গোলের দেখা পেয়েছে দলটি।
বিরতির পর ব্লুজদের এগিয়ে দেন পেদ্রো নেতো। চেলসির জার্সিতে এটিই তার প্রথম গোল। দলের হয়ে পঞ্চম ও শেষ গোলটি করেন এনকুঙ্কু।। ম্যাচের ৭৫তম মিনিটে তার হ্যাটট্রিকে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।