কানপুর টেস্টের আগে যে চিন্তা হাথুরুর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম
-66f3e863117ea.jpg)
চন্ডিকা হাথুরুসিংহে
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ভরাডুবির স্বাদ নিয়েছে বাংলাদেশ। রেকর্ড ২৮০ রানের ব্যবধানে হেরেছে টাইগাররা। শান্ত-লিটনদের সামনে এবার ঘুরে দাঁড়ানোর মিশন। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে, সংবাদ সম্মেলনে দল নিয়ে চিন্তার কথা জানালেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ভালো শুরুর পর ওরা আউট হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমরা একটু চিন্তিত। তারা ভালো করতে মুখিয়ে আছে। গত ম্যাচে আমরা আমাদের মেধা ও সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।
লঙ্কান এই কোচের ভাষ্য, ভালো শুরু পেলে ইনিংস বড় করতে হবে। তা হচ্ছে না, এটাই দুশ্চিন্তার বিষয়। টেস্ট ক্রিকেটে কেউ ৩০ বল খেলে ফেললে উইকেটে থিতু হওয়া জরুরি। কীভাবে প্রতিরোধ গড়তে হবে, ভারতের এই দল তা ভালো করেই জানে। তাই আমাদের দীর্ঘ সময় ধরে ভালো ব্যাট করে যেতে হবে।
তিনি যোগ করেন, নতুন বল নিয়ে ওপেনাররা আমাদের চেয়েও বেশি ভাবছে। তারা ভালো শেপে আছে। আশা করছি, এবার আরও ভালো করবে। প্রত্যেক ব্যাটারই এসব বিষয় নিয়ে কাজ করছে।