নেইমারকে নিয়ে দুঃসংবাদ দিলেন আল হিলাল কোচ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ পিএম

ছবি: সংগৃহীত
দীর্ঘ সময় ধরে চোটের কারণে মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তার মাঠে ফেরার আশা যতই করা হচ্ছিল, তা আবারও অনিশ্চয়তায় পড়েছে। নেইমারের শিগগির ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না তার ক্লাব আল হিলালের কোচ জর্জে জেসুস।
গত বছরের ১৬ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সময় চোট পান নেইমার। বাঁ-হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয় তাকে, যা তাকে কোপা আমেরিকাতেও খেলতে দেয়নি। এখনও সেই চোট থেকে সেরে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
গত জুলাইয়ে অনুশীলনে ফিরলেও, তার খেলায় ফেরার ব্যাপারে আশার কথা শুনিয়েছিলেন কোচ জেসুস। তবে, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কোচ জানিয়েছেন, নেইমার কবে ফিরবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে জানুয়ারিতে তার অবস্থা দেখে সিদ্ধান্ত নেয়া হবে।
আরো পড়ুন: ইন্টার মায়ামিতে আর থাকছেন না মেসি
আল হিলাল হয়তো সৌদি প্রো লিগের দ্বিতীয়ভাগের জন্য জানুয়ারিতে নেইমারকে নিবন্ধন করতে পারে। নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি ২০২৫ সালের অগাস্ট পর্যন্ত বিদ্যমান।