×

খেলা

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৪ পিএম

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল

বাংলাদেশ দল, ছবি: বিসিবি

   

আর মাত্র ৭ দিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

বাংলাদেশে অনুষ্ঠিত হবার কথা ছিল এবারের এই টুর্নামেন্ট। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেয় ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩ অক্টোবর থেকে আমিরাতের মাটিতে পর্দা উঠবে বিশ্বকাপের। আর ২০ অক্টোবর দুবাইয়ে ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।

২০১৪ সালে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে ওই আসরে ৫ ম্যাচ খেলে দুটি জয় ও তিনটিতে হেরেছিল টাইগ্রেসরা। এরপর চারটি আসরে খেললেও, কোন জয় পায়নি লাল-সবুজেরা। এবার অন্তত সেই হতাশা ভুলে নতুন ইতিহাস লিখতে চায় টাইগ্রেসরা।

বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান 'বি' গ্রুপে। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর গ্রুপ পর্বে বাংলাদেশকে আরো তিনটি ম্যাচ খেলতে হবে। ম্যাচগুলো হবে যথাক্রমে ৫ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার সঙ্গে। এবার তারুণ্য ও অভিজ্ঞদের মিশ্রণে স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের বিশ্বকাপ দল: নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তার, দিপা বিশ্বাস, সাথী রানী, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার ও রাবেয়া খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App