ভারতীয় সমর্থকদের হামলায় হাসপাতালে টাইগার রবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম
-66f67a379ca3a.jpg)
ছবি: সংগৃহীত
চেন্নাই টেস্ট চলাকালীনই অভিযোগ করেছিলেন, বাংলাদেশ ক্রিকেটের সমর্থক মোহাম্মদ রবি। অভিযোগ করেছিলেন, তাকে বাংলাদেশের পতাকা ওড়াতে দেওয়া হয়নি। এবার কানপুরে হামলার শিকার হয়ে হাসপাতালে যেতে হলো তাকে। ‘টাইগার রবি’কে গ্যালারিতে মারধর করেছে ভারতের ভক্তরা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় ভক্তরা বাংলাদেশ ক্রিকেটের ওই ভক্তকে মারধর করে এবং তার থেকে পতাকা ছিনিয়ে নেয়। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তাকে উদ্ধার করে। পরে তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের একাধিক সদস্যকে সে সময় তার পাশে দেখা গিয়েছিল।
এদিকে দিন তিনেক আগেই ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। যেখানে রবি উল্লেখ করেন, চেন্নাই টেস্টে স্টেডিয়ামের ভেতরে ঘটে যাওয়া ঘটনা বাইরে সাংবাদিকদের সামনে প্রকাশ করায় তার ওপরে হামলার চক্রান্ত করা হচ্ছে। যদিও ঠিক কাদের দ্বারা আক্রান্ত হওয়ার শঙ্কা তিনি করছিলেন কিংবা কানপুরে কারা তাকে আহত করেছে, তা এখনো প্রকাশ্যে আসেনি।
অন্যদিকে মাঠের ক্রিকেটেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই টাইগাররা। স্কোরশিটে ১০০ রান তোলার আগেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আলোকসল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান।