৮৮ রানে গুটিয়ে ফলোঅনে নিউজিল্যান্ড, জয়সুরিয়া-ধনাঞ্জয়ার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ পিএম
-66f7c3cea74f0.jpg)
ছবি: সংগৃহীত
গলে সিরিজের দ্বিতীয় টেস্টে ফলো-অনের লজ্জায় পড়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে লঙ্কানদের ৬০২ রানের জবাবে মাত্র ৮৮ রানে অলআউট হয়েছে কিউইরা। ফলে ৫১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিংয়ে নেমেছে টিম সাউদির দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১০২ রানে ব্যাট করছে কিউইরা, এখনও ৪১২ রানে পিছিয়ে সফরকারীরা।
প্রথম ইনিংসে কিউইদের একাই ধসিয়ে দেন শ্রীলঙ্কার স্পিন আক্রমণের অন্যতম ভরসা প্রভাত জয়সুরিয়া। ৬ উইকেট নেন এই ঘূর্ণি জাদুকর। বিপরীতে ৪২ রান খরচ করেছেন। এ ছাড়া অভিষিক্ত অফস্পিনার নিশান পেইরিস শিকার করেন ৩ উইকেট।
প্রথম ইনিংসে নয় নম্বরে নামা মিচেল স্যান্টনারের কাছ থেকে কিউইদের ধসে পড়া ইনিংসে সর্বোচ্চ লড়াই এসেছে। ২৯ রান করেন তিনি। তবে টপ-অর্ডারের কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
এদিকে ব্যাটিং ইনিংসে বিশ্বরেকর্ড করেছিলেন কামিন্দু মেন্ডিস। সেঞ্চুরির পর বিশ্ব ক্রিকেটে নতুন করে ইতিহাস লেখেন তিনি। এবার বোলিং ইনিংসেও হলো রেকর্ড। একই বোলার এবং ফিল্ডারের মধ্যে সবচেয়ে বেশি পাঁচ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েন জয়সুরিয়া এবং ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসে জয়সুরিয়ার ৬ উইকেটের ৫ ক্যাচই নেন ধনাঞ্জয়া।