গোলশূন্য সমতায় শেষ বাংলাদেশ-ভারতের প্রথমার্ধ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
-66fa9fb612e50.png)
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল
পাকিস্তানকে টাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল। ফাইনালে ভারতের বিপক্ষে প্রথমার্ধে দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে লাল-সবুজেরা। তবে দুই দলের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) চ্যাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্থে বল দখলে এগিয়ে থাকলেও ভারতের রক্ষণভাগকে পরাস্ত করা সম্ভব হয়ে ওঠেনি। গোলের একাধিক সুযোগ তৈরি হলেও জাল ছোঁয়া তাদের। বেশকিছু সহজ সুযোগও মিস হয় লাল সবুজের প্রতিনিধিদের।
অন্যদিকে বাংলাদেশের ডেরায় কয়েকবার হানা দিয়েছিল ভারত। তবে গোলরক্ষকের দৃঢ়তায় বিপদে পড়তে হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের।
প্রথমার্ধের শেষ দিকে বক্সের মাথায় ফ্রি কিক পেয়েছিল ভারত। ফ্রি কিক থেকে লাল-সবুজের জালে বল যেতেও পারতো। কিন্তু পোস্ট ঘেঁষে বল বাইরে যাওয়ায় গোলবঞ্চিত হয় ভারত।
শেষমেশ কোনো দলই প্রথমার্ধে গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।