দলীয় শতরানের আগেই ৭ উইকেট নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১২:০০ পিএম
-66fb901023e7d.png)
বাংলাদেশ-ভারত টেস্ট, ছবি: এএফপি
কানপুর টেস্টে পঞ্চম ও শেষ দিনে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলামের ব্যাটে রানের চাকা সচল রেখেছিল টাইগাররা। তবে হঠাৎ ছন্দ পতন। শেষমেশ চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৯৪ রানেই ৭ উইকেট হারিয়েছে লাল-সবুজেরা।
মঙ্গলবার (১ অক্টোবর) পঞ্চম দিনের খেলা শুরু করেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মুমিনুল ও সাদমান। তবে দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল। দলীয় ৩৬ রানে ৮ বলে মাত্র ২ রানে ফেরেন এই ব্যাটার।
এরপর অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রেখেছিলেন সাদমান। তবে টাইগার দলপতিও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। ৩৭ বলে ১৯ রানে ফেরেন শান্ত।
এরপর একপ্রান্ত আগলে রেখে ৬৭ বলে ফিফটি তুলে নেন সাদমান। তবে হাফ-সেঞ্চুরির পর উইকেটে টিকতে পারেননি টাইগার এই ওপেনার। ১০১ বলে ৫০ রানে সাজঘরে ফেরেন তিনি।
দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১ রানে লিটন ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। এতে দলীয় একশ'র আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে লাল-সবুজেরা।
সাদমান ছাড়া বাকি তিনজনই জাদেজার বলে ফেরেন। সর্বশেষ জাদেজার বলে তার হাতেই সহজ ক্যাচ তুলেন সাকিব।
এই প্রতিবেদনে লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৪৬ রানের। ক্রিজে আছেন মুশফিকুর রহিম এবং মিরাজ।