×

খেলা

কানপুর টেস্টে সহজ লক্ষ্য পেল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১২:৫২ পিএম

কানপুর টেস্টে সহজ লক্ষ্য পেল ভারত

ছবি: সংগৃহীত

   

কানপুর টেস্টে পঞ্চম ও শেষ দিনের শুরুতেই ব্যক্তিগত ২ রানে বিদায় নেন মুমিনুল হক। পরে দলীয় শতরানের আগেই ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন মিরাজ-মুশফিক। কিন্তু মিরাজও ক্রিজে থিতু হতে পারেননি। দলীয় ১১৮ রানে ভাঙে তাদের জুটি। বুমরাহর বলে উইকেটের পেছনে ঋষভ পান্তের হাতে ক্যাচ দেন এই অলরাউন্ডার। এরপর একাই লড়াই করছিলেন মুশফিক। শেষমেশ তার বিদায়ে ১৪৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এতে ৯৫ রানের সহজ লক্ষ্য পেয়েছে টিম ইন্ডিয়া। 

মঙ্গলবার (১ অক্টোবর) পঞ্চম দিনের খেলা শুরু করেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মুমিনুল ও সাদমান। তবে দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল। দলীয় ৩৬ রানে ৮ বলে মাত্র ২ রানে ফেরেন এই ব্যাটার।

এরপর অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রেখেছিলেন সাদমান। তবে টাইগার দলপতিও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। ৩৭ বলে ১৯ রানে ফেরেন শান্ত।

এরপর একপ্রান্ত আগলে রেখে ৬৭ বলে ফিফটি তুলে নেন সাদমান। তবে হাফ-সেঞ্চুরির পর উইকেটে টিকতে পারেননি টাইগার এই ওপেনার। ১০১ বলে ৫০ রানে সাজঘরে ফেরেন তিনি। 

দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১ রানে লিটন ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। এতে দলীয় একশ'র আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে লাল-সবুজেরা।

সাদমান ছাড়া বাকি তিনজনই জাদেজার বলে ফেরেন। সর্বশেষ জাদেজার বলে তার হাতেই সহজ ক্যাচ তুলেন সাকিব।

এরপর জাসপ্রিত বুমরাহর গুড লেংথের ডেলিভারিতে উইকেটকিপার পান্তের হাতে ক্যাচ দিয়ে মিরাজও দ্রুতই ফেরেন। খানিক পরে তাইজুলও সেই বুমরাহর বলেই ফেরেন। তবে এবারের আউট এলবিডব্লিউ।

শেষ উইকেটে খালেদ আহমেদের সঙ্গে একার লড়াই চালিয়ে চাচ্ছিলেন মুশফিকুর রহিম। তবে টাইগার সমর্থকদের হতাশ করে বিদায় নেন মুশিও। দলীয় ১৪৬ রানে বুমরাহর ইনসুইং ডেলিভারিতে বোল্ড হন মুশফিক। বাংলাদেশের লিড তখন মোটে ৯৪ রান। ২-০ ব্যবধানে এই সিরিজ জিততে ভারতের দরকার মাত্র ৯৫ রান। 

ম্যান ইন ব্লুদের হয়ে অশ্বিন, জাদেজা ও বুমরাহ তিনটি করে উইকেট নেন।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App