জড়সড় ব্যাটিংয়ে বাংলাদেশের মামুলি পুঁজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৫:২৮ পিএম
-66fe7fc4599d7.jpg)
বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ; ছবি: গেটি ইমেজ
সাথী রানি-সুবহানা মোস্তারি ইনিংসের ১২তম ওভার পর্যন্ত টিকে থাকলেও রান তোলায় ছিলেন মন্থর। এজন্য ইনিংসের পরের ভাগে ঝোড়ো ব্যাটিংয়ের প্রয়োজন ছিল। কিন্তু পরিস্থিতির দাবি পূরণ করতে পারেননি জ্যোতি-তাজ-স্বর্ণা-রিতুরা। তাতে স্কটল্যান্ডের বিপক্ষে মামুলি পুঁজি সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) শারজায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তোলার পর পরের ১০ ওভারে ৬ উইকেটে ৬৪ রান যোগ করে টাইগ্রেসরা।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার। পাওয়ার প্লের আগেই প্যাভিলিয়নে ফেরেন মুর্শিদা। তার বিদায়ে ২৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। ১৪ বলে এক চারে ১২ রান করেন এই ওপেনার।
তিনে নামা সুবহানা মোস্তারিকে নিয়ে শুরুর ধাক্কা সামলে নেন ওপেনার সাথী। তবে দলীয় ৬৮ রানে ৩২ বলে ২৯ রানে সাজঘরে ফেরেন সাথী-ও। এরপরই মূলত ধস নামে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে।
এরপর ক্রিজে নেমে রানের খাতা খোলার আগেই রান-আউট হয়ে ফেরেন অভিষিক্ত তাজ নাহার। এরপর সুবহানাও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। ৩৮ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার।
এরপর দুই অঙ্কের কোটা ছোঁয়ার আগেই স্বর্ণা আক্তার (৭ বলে ৫) ও রিতু মনি ((৪ বলে ৫) ফিরলে দলীয় ১০৩ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
তবে সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন অধিনায়ক জ্যোতি। সাজঘরে ফেরার আগে ১৮ বলে ১৮ রান করেন তিনি। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।
স্কটল্যান্ডের হয়ে ক্যাথরিন ফ্রেজার ৩ উইকেট নেন।