×

খেলা

সাকিবের মতো অপরাধ করে নিষিদ্ধ লঙ্কান তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ পিএম

সাকিবের মতো অপরাধ করে নিষিদ্ধ লঙ্কান তারকা

ছবি: সংগৃহীত

   

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে যথাযথ কর্তৃপক্ষকে না জানানোয় শাস্তি পেয়েছিলেন সাকিব আল হাসান। ২০১৯ সালে তাকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যদিও পরে এক বছর শাস্তি স্থগিত হয়েছিল। একই ধরনের অপরাধ করে এবার শাস্তি পেলেন শ্রীলঙ্কার প্রবীণ জয়াবিক্রমা। দুর্নীতিবিরোধী নীতিমালা ভাঙায় বাঁহাতি স্পিনারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাটি।

শাস্তি এক বছরের জন্য হলেও শেষ ৬ মাস স্থগিত করা হয়েছে। কারণ, দায় স্বীকার করেছেন তিনি।

জয়াবিক্রমার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অভিযোগ ছিল। পাশাপাশি তার বিরুদ্ধে ফিক্সিং-বিষয়ক কথোপকথন মুছে ফেলার অভিযোগও ছিল।

এসব অভিযোগের জবাব দিতে জয়াবিক্রমাকে ১৪ দিন সময় দিয়েছিল আইসিসি, যা শুরু হয় ৬ আগস্ট।

দুর্নীতিবিরোধী অনুচ্ছেদ ২.৪.৭ ধারা ভাঙার কথা স্বীকার করেন তিনি। যে ধারায় বলা হয়েছে, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে দ্রুত সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্র গোপন, টেম্পারিং ও ধ্বংস করা।

২০২১ সালে অভিষিক্ত জয়াবিক্রমা সমান ৫টি করে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছেন। দেশের হয়ে ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে নিজের শেষ ম্যাচ খেলেন তিনি।

২০২১ সালে এলপিএলে জাফনা কিংসের হয়ে খেলেন জয়াবিক্রমা। সে মৌসুমে এক ম্যাচ খেলে ২ উইকেট নেন। চলতি বছরে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App