যেখানে নাহিদাই বাংলাদেশের প্রথম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৮:২৭ পিএম
-66fea9e1e3fd5.jpg)
নাহিদা আক্তার, ছবি: গেটি ইমেজ
দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘুচিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছে বাংলাদেশ। বৈশ্বিক এই টুর্নামেন্টের নবম আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। এমন জয়ের ম্যাচে অনন্য কীর্তি গড়েন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার।
প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন নাহিদা। ৮৮ ম্যাচে ৮৭ ইনিংস খেলে এই কীর্তি গড়েন বাঁ-হাতি এই স্পিনার।
নাহিদার পরই আছেন সালমা খাতুন। তার নামের পাশে ৯৫ ম্যাচে ৮৪ উইকেট আছে। এ ছাড়া ৮৭ ম্যাচে ৭৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে লাল-সবুজের তৃতীয় সেরা উইকেটশিকারি রুমানা আহমেদ।
এদিকে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে পাকিস্তানের নিদা দার। ১৫৬ ম্যাচে ১৪৩ উইকেট নিয়েছেন তিনি।
অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বমঞ্চের পাঁচটি আসরে কেবল দুটি জয় পেয়েছিল টাইগ্রেসরা। এর মধ্যে সবশেষ চারটি বিশ্বকাপই জয়হীন ছিল বাঘিনীরা। এবার সেই অধরা জয় পেয়েছে তারা। স্কটিশদের হারিয়ে বিশ্বমঞ্চে নিজেদের তৃতীয় জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) শারজায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে বাংলাদেশ। জবাবে ১০৩ রানের বেশি করতে পারেনি স্কটিশরা। এতে ১৬ রানের জয় দিয়েই বিশ্বমঞ্চে নিজেদের মিশন শুরু করল বাংলাদেশ।