আবারও বাফুফের নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৯:২৮ পিএম
-66feb82c37243.jpg)
মেজবাহ উদ্দিন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাহী কমিটির সভা আয়োজিত হয়েছে। যেখানে মেজবাহ উদ্দিনকে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) এই সভায় বর্তমান সভাপতি কাজি সালাউদ্দিন সভাপতিত্ব করলেও বাফুফে নির্বাহী কমিটির সদস্য সত্যজিৎ দাস রুপু প্রেস ব্রিফিং করেন।
গত চারটি নির্বাচনেই নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মেজবাহ। এবারও তার ওপরই আস্থা রাখছে ফেডারেশন। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ'র পাশাপাশি এহসানুর রহমান ও সুরাইয়া আক্তার জাহান নির্বাচন কমিশনার হিসেবে আছেন।
এ প্রসঙ্গে রুপু বলেন, ‘গত নির্বাচনগুলোতে তার ভূমিকায় সবাই সন্তুষ্ট ছিলেন। এবারও তাই তার নামই প্রস্তাব করা হয়েছে। সবাই এই বিষয়ে একমত হয়েছেন। কেউ আপত্তি করেননি।’
আজকের বৈঠকে ১০ জন নির্বাহী কমিটির সদস্য স্বশরীরে উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি আরও চারজন যোগ দিয়েছিলেন। এ ছাড়া বাকি তিন সহসভাপতি কাজী নাবিল, মহিউদ্দিন আহমেদ মহি, আতাউর রহমান ভূঁইয়া মানিক দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকেই আত্মগোপনে।
নির্বাচন কমিশন ছাড়াও আপিল কমিশন গঠন করা হয়েছে। ড. মোহাম্মদ জকরিয়াকে আপিল কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি দুই সদস্য হলেন- হারুনুর রশিদ ও মিহির সারোয়ার মোর্শেদ।