×

খেলা

ইংল্যান্ডকে হারাতেও প্রত্যয়ী বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ পিএম

ইংল্যান্ডকে হারাতেও প্রত্যয়ী বাংলাদেশ

ছবি: বিসিবি

   

দীর্ঘ ১০ বছর পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছে বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচে ১১৯ রানের নড়বড়ে পুঁজি নিয়েও ১৬ রানের দুর্দান্ত জয় পেয়েছে বাঘিনীরা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার (৫ অক্টোবর) ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে স্কটিশদের বিপক্ষে জয় দলে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে মনে করেন জাহানারা আলম।

বাংলাদেশি এই পেসারের মন্তব্য, ‘এটা (জয়) আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। এভাবে শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা এখন দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি।’ 

এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে ছিলেন না জাহানারা। তবে শুক্রবার (৪ অক্টোবর) সতীর্থদের সঙ্গে অনুশীলনের পর লাল-সবুজের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। জানালেন ইংলিশদের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে তার সতীর্থরা।

জাহানারার ভাষ্য, ‘সবাই ভাবছে ইংল্যান্ড বিশেষ কিছু করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, নির্দিষ্ট একটা দিন আপনারও দিন। আপনি যদি সেই ম্যাচে ভালো করতে পারেন, তাহলে কেউ জানে না কী ধরনের ফল হতে পারে। আমাদের শুরুটা ভালো হয়েছে এবং আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে প্রত্যয়ী। এবারের বিশ্বকাপে আমাদের দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছি।’ 

টাইগ্রেস এই পেসার মনে করেন, ‘এটা আমাদের জন্য বড় একটা অর্জনও হবে। অবশ্যই, আমরা জয়ের জন্যই খেলব। অবশ্যই, ইংল্যান্ড খুবই কঠিন প্রতিপক্ষ। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। তাদের জন্য আমাদের বিশেষ কোন পরিকল্পনা আছে ব্যাপারটা এমন নয়। হ্যাঁ, আমাদের একটা পরিকল্পনা আছে এবং আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App