×

খেলা

বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি: গোয়ালিয়রে বিক্ষোভ নিষিদ্ধ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৮:০৪ পিএম

বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি: গোয়ালিয়রে বিক্ষোভ নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

   

আগামী রবিবার (৬ অক্টোবর) গোয়ালিয়রের ম্যাচ দিয়ে তিন টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ-ভারত। তবে সিরিজের প্রথম ম্যাচের আগে হিন্দু মহাসভা ও কয়েকটি সংগঠন বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন। এমনকি ম্যাচ বাতিলের দাবিও জানিয়েছেন তারা।  

কিন্তু বিক্ষোভ মিছিল এবং সামাজিক যোগাযোগেরমাধ্যমে উসকানিমূলক প্রচারণায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর রুচিকা চৌহান। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) ও স্থানীয় প্রশাসন নিরাপত্তায় বাড়তি গুরুত্বও দিচ্ছে।

গত আগস্টে বাংলাদেশে সরকারের পতনের পর হিন্দুদের ওপর হামলা ও নির্যাতনের কারণে রবিবারের ম্যাচটি বাতিলের দাবি তুলেছিলেন তারা।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, আগামী ৬ অক্টোবর বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে বিক্ষোভে জেরে গোয়ালিয়রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিত (বিএনএসএস) আইনের ১৬৩ ধারা অনুযায়ী আগামী ৭ অক্টোবর পর্যন্ত গোয়ালিয়র জেলায় বিক্ষোভ ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রায় ১৬শ পুলিশ মোতায়েন করা হয়েছে।

ম্যাচ আয়োজনে বাঁধা সৃষ্টি করে এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ায় এমন কোন ভিডিও, ছবি, অডিও, ব্যানার, পোস্টার, পতাকা, বহন বা প্রচার করা যাবে না। এ ছাড়া আতশবাজী, ধারালো অস্ত্রপাতি ও দাহ্য পদার্থ বহন করা নিষিদ্ধ করা ছাড়াও পাঁচজনের বেশি একত্র হওয়া যাবে না। যেকোনো স্থাপনার ২শ মিটারের মধ্যে কেরোসিন, পেট্রোল ও অ্যাসিড বহনও নিষিদ্ধ করা হয়েছে।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App