×

খেলা

সাকিবের শূন্যতা পূরণের আহ্বান হৃদয়ের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৫:০৬ পিএম

সাকিবের শূন্যতা পূরণের আহ্বান হৃদয়ের

ছবি: সংগৃহীত

   

টেস্ট সিরিজে ভরাডুবির বিষাদময় স্মৃতি নিয়ে এবার টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (৫ অক্টোবর) ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন তাওহীদ হৃদয়। সেখানে উঠে এলো আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গ।

সাকিবের শূন্যতা নিয়ে হৃদয় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সবসময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে, তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব (ভাই) নেই। অবশ্যই আমরা সাকিবকে (ভাই) মিস করব। কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিবের (ভাই) শূন্যতা ভালোভাবে ওভারকাম করব।’

এদিকে টেস্ট সিরিজে প্রত্যাশিত ফল না পেলেও টি-টোয়েন্টিতে ভালো করার আশা তরুণ এই ব্যাটারের। তার মতে, ‘আমরা এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমি মনে করি, আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি, আমরা ভালো করব। এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। আমরা এই গরমে খেলে অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া।’

টি-টোয়েন্টিতে জয়ের লক্ষ্য জানিয়ে হৃদয় বলেন, ‘এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে, পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এটাই, আর কিছু নয়।’

উল্লেখ্য, রবিবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়ালিয়রের শ্রীমাণ মাধবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর এই ভেন্যুতে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App