×

খেলা

সাকিবের বিপিএল খেলা নিয়ে যা বলছে রংপুর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৬:১০ পিএম

সাকিবের বিপিএল খেলা নিয়ে যা বলছে রংপুর

সাকিব আল হাসান

   

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। আগামী ১৪ অক্টোবর ঘরোয়া এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা রয়েছে। তবে ইতোমধ্যেই বদলে গেছে অনেক কিছু। 

গত আসরে রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলেছিলেন সাকিব আল হাসান। তবে রাজনৈতিক পটপরিবর্তনে সাকিবের দেশে ফেরা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই এই অলরাউন্ডারকে নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে নিতে পারেনি রংপুর রাইডার্স।

কানপুর টেস্টের আগে সাকিব জানিয়েছিলেন, জাতীয় দলের জার্সিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে শেষ টেস্টটি খেলতে চান তিনি। তবে এ নিয়ে এখনও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তাই প্রোটিয়াদের বিপক্ষে এই ম্যাচের পরই তাকে নিয়ে সিদ্ধান্ত নিতে চায় রংপুর রাইডার্স।

শনিবার (৫ অক্টোবর) বিসিবিতে বৈঠক শেষে সাকিবকে নিয়ে কথা বলেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম।

তিনি বলেন, সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ডাউট আছে, তার এভেইলেবেলেটি নিয়ে। এটা আমার হাতে নেই। নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কি না, এখানে আসলে একটা বড় ছবি পাওয়া যাবে যে হয়তো পরে বিপিএল খেলতে আসবে। তার অবস্থার ওপর নির্ভর করবে রাখতে পারবো, নাকি না।

শাহনিয়ান তানিম বলেন, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন, এটা আমার আইডিয়া নাই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুত দেখতে চাই, এটা সম্ভব না।

তিনি আরও বলেন, ক্রিকেটের ম্যানেজম্যান্ট বলেন, আর ফ্যান বলেন, আমি নিশ্চিত বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না, সাকিব বিপিএল খেলুক। এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক; সাকিব সবসময় সম্পদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App