সাকিবকে ছাড়া কেমন হবে বাংলাদেশের একাদশ?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৪২ পিএম
-67025b6cc1cdc.png)
বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত
টেস্ট সিরিজে হারের দুঃস্মৃতি পেছনে ফেলে নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ। গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচটি রবিবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। এই ম্যাচ দিয়ে প্রায় ১৪ বছর পর গোয়ালিয়রে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।
এদিকে টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তবে দলটির স্কোয়াডে থাকা বেশির ভাগ ক্রিকেটারের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা কম। যদিও মারকুটে ব্যাটিংয়ের জন্য সবাই বহুল পরিচিত। কিন্তু সব মিলিয়ে ম্যান ইন ব্লুদের চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা আছে বাংলাদেশের। কেননা, শান্ত বাহিনীর বেশ কয়েকজন মোটামুটি অভিজ্ঞ। আর সবাই মোটামুটি বিশ্বমঞ্চেও খেলেছে।
দীর্ঘদিন পর স্কোয়াডে সুযোগ পাওয়া মেহেদী মিরাজ একাদশে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারেন। এ ছাড়া স্পিনার রাকিবুল হাসানের অভিষেক হতে পারে। ওপেনার পারভেজ হোসেন ইমনও একাদশে সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন তানজিদ হাসান তামিম। তবে একাদশে তিন পেসার থাকছেন, এটা নিশ্চিত।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।