বাফুফে সভাপতি পদে মনোনয়ন ফরম নিলেন তাবিথ আউয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পিএম
-6707a4011817c.jpg)
তাবিথ আউয়াল
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাবিথ আউয়াল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাফুফে ভবনে তার পক্ষে নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত ভুইয়া শাহীন ফরম সংগ্রহ করেন।
যদিও মনোনয়ন বিক্রির প্রথম দিনই তার ফরম সংগ্রহ করার কথা ছিল। সবাই তার জন্য অপেক্ষাতেও ছিলেন। অবশেষে লোক মারফত ফরম সংগ্রহ করেছেন তিনি।
তাবিথের না আসার কারণ সম্পর্কে প্রতিনিধি শাহীন বলেন, ‘তিনি নোফেল স্পোর্টিং ক্লাবের সভাপতি, আমি সাধারণ সম্পাদক। তিনি আমার সভাপতি, তাই আমি অফিসিয়াল প্রধান হিসেবে তার ফরম সংগ্রহ করেছি। এছাড়া তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। পূজা উপলক্ষে তার ব্যস্ততাও থাকতে পারে।’
শুক্রবার (১১ অক্টোবর) মনোনয়ন বিক্রি বন্ধ থাকবে। তবে শনিবার বিকেল ৫টা পর্যন্ত চলবে ক্রয়-বিক্রয়। একদিন বিরতি দিয়ে ১৩ ও ১৪ অক্টোবর মনোনয়ন দাখিল করা যাবে৷
মনোনয়ন দাখিলে সশরীরে তাবিথ আসবেন কিনা প্রশ্নে শাহিন জানান, ‘আজ না আসলেও মনোনয়ন জমা দেয়ার সময় তিনি আসবেন।’