টুইটারে এক পোস্টেই ১১ কোটি টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৬:০৯ পিএম
-670a670877fc2.jpg)
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিবাদী পোস্ট করায় গুরু দণ্ড পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট। ক্লাবটিকে বাংলাদেশি টাকায় ১১ কোটি ৭২ লাখ টাকা (সাড়ে ৭ লাখ পাউন্ড ) জরিমানা করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
গত এপ্রিলে এভারটনের মাঠে ২-০ গোলে হেরেছিল নটিংহ্যাম। ওই ম্যাচে তিনটি পেনাল্টির দাবি তুললেও রেফারির কাছ থেকে কোনোটিরই সিদ্ধান্ত আসেনি। পরে ম্যাচ শেষে এক্সে প্রতিবাদী পোস্ট দিয়ে ভিএআর অফিশিয়াল স্টুয়ার্ট অ্যাটওয়েলের কড়া সমালোচনা করেছিল নটিংহ্যাম।
ক্ষোভ উগরে দিয়ে সেখানে লেখা হয়, ‘খুব বাজে তিনটি সিদ্ধান্ত-তিনটি পেনাল্টি দেওয়া হয়নি- যেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ম্যাচের আগে আমরা পিজিএমওএলকে সতর্ক করে বলেছিলাম, ভিএআর (অ্যাটওয়েল) লুটনের ভক্ত। কিন্তু তারা তাকে পাল্টায়নি। অনেকবার আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছে। এনএফএফসি এখন নিজেদের পথ বের করে নেবে।’
এরই পরিপ্রেক্ষিতে তদন্তে নটিংহাম ফরেস্ট দোষী প্রমাণিত হওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে এফএ’র ভাষ্য, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ম্যাচ অফিসিয়াল অথবা ভিএআরের সততা নিয়ে প্রশ্ন তোলা এবং খেলাটিকে অসম্মান করার অভিযোগ অস্বীকার করেছে নটিংহ্যাম। আনুষ্ঠানিক শুনানিতে এসব অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে একটি স্বতন্ত্র নিয়ন্ত্রণ কমিটি এবং শাস্তির সিদ্ধান্ত নিয়েছে।’
তবে নটিংহ্যামকে শাস্তি মাথা পেতে নিতে হচ্ছে না। এর বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা।