×

খেলা

ব্যর্থ বিশ্বকাপ, অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০২:৫৩ পিএম

ব্যর্থ বিশ্বকাপ, অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

ছবি: সংগৃহীত

   

বড় স্বপ্ন নিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ১০ বছরের জয়খরা কাটিয়ে সেই স্বপ্ন আরো মজবুত করেছিল টাইগ্রেসরা। তবে টানা তিন ম্যাচে হেরে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

প্রোটিয়াদের কাছে হারের পর জ্যোতির ভাষ্য, ‘বাংলাদেশের সঙ্গে শারজাহর উইকেটের পার্থক্য খুব একটা ছিল না। স্পিন সহায়ক উইকেট ছিল। স্পিনাররা ভালো করেছে। ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেনি। ভেন্যু তাই কোনো কিছু নয়। দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। ভেন্যুকে দোষ দিয়ে লাভ নেই। এটা অজুহাত হবে।’

এদিকে বিশ্বকাপজুড়েই ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। হতাশাজনক বিদায়ের পর ব্যাটারদেরও কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন টাইগ্রেস অধিনায়ক।

জ্যোতির মন্তব্য, ‘সমস্যাটি খুবই দৃশ্যমান যে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ধুঁকছি। যদি পাওয়ারপ্লেতে আমরা ভালো শুরু পাই, তাহলে মিডল-অর্ডারে ধুঁকতে হয় না। কখনও কখনও সেভাবে শেষ করতে পারি না, যেভাবে করা উচিত। অনেক প্রশ্ন নিয়েই তাই আমরা যাচ্ছি। সামনের পথচলায় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে আমাদের।’

বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘বোলাররা ভালো করেছে, ব্যাটাররা রান করতে পারেনি। ইংল্যান্ড ১১৯ রান করেছে, আমরা সেটা তাড়া করতে পারিনি। এটা তো আমাদেরই ব্যর্থতা। এসব পর্যায়ে আসলে ক্রিকেটারদের মানসিক দিকটা আরও শক্তিশালী হওয়া উচিৎ। দল যথেষ্টই অভিজ্ঞ বলব আমি। তবে এরকম টুর্নামেন্টে এসে যদি দলীয় প্রচেষ্টা না থাকে, তাহলে সেটা ম্যাচ জেতার দিকে যায় না। দুয়েকটি ব্যক্তিগত পারফরম্যান্স এত বড় পর্যায়ে এসে ম্যাচ জেতায় না।’

উল্লেখ্য, শনিবার (১২ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাবে ১৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App