বিসিএলে জাকিরের ডাবল সেঞ্চুরি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৮, ০৩:৩৫ পিএম

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে সোমবার ডাবল সেঞ্চুরি করেছেন ১৯ বছর বয়সী ক্রিকেটার জাকির হাসান। গতকাল ১৫৬ রান করে অপরাজিত থাকা এই তরুণ ক্রিকেটার আজ ২১১ রান করে আউট হন। তিনি খেলছেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে।
প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার পঞ্চম সেঞ্চুরি। আর চারদিনের ক্রিকেটে এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। গতকাল শুরু হয়েছে বিসিএলের এবারের মৌসুমের তৃতীয় রাউন্ডের খেলা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।
রবিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইসলামী ব্যাংক ইস্ট জোন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইসলামী ব্যাংক ইস্ট জোনের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ৫১৪ রান। দলের পক্ষে লিটন দাস সেঞ্চুরি করেন। ১১২ রান করে আউট হন তিনি। তাসামুল হক করেছেন ৬০ রান।