যে কারণে বরখাস্ত হলেন হাথুরুসিংহে

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৬:২৬ পিএম

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদ্য সাবেক কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনরত চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং বরখাস্তের কারণ ব্যাখ্যা করেন।
ফারুক আহমেদ জানান, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের ক্রিকেটার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে হাথুরুর বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। ফারুক বলেন, ‘আমরা সবাই মানুষ, হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হতে পারে। তবে একজন জাতীয় দলের ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা যায় না। সে কারণে যে শাস্তি তাকে পেতে হয়েছে, সেটা হচ্ছে (ছাঁটাই)। এটা আরো আগে হওয়া উচিত ছিল, এখন হয়েছে, আমি খুশি।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছিল এবং সেই তদন্তেও হাথুরুর চড় মারার ঘটনা উঠে আসে। তবে বিসিবি সভাপতি নিজের উদ্যোগে বিষয়টি যাচাই-বাছাই করেন এবং সত্যতা নিশ্চিত করেন। ফারুক বলেন, ‘আমি একজন সাবেক খেলোয়াড় হিসেবে খারাপ লেগেছে। জাতীয় দলের ক্রিকেটার দেশের গৌরব, ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। ওই নামটা আর না নিই, এটা ছিল কোচের অসদাচরণ। আমি ভিকটিম এবং প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি, প্রত্যক্ষদর্শীরও রিপোর্ট ছিল।’
হাথুরুকে ছাঁটাই করতে বিসিবিকে আইনগতভাবে কিছু বিষয় খুঁটিয়ে দেখতে হয়েছিল। বিশেষ করে, তিনি যে অতিরিক্ত ছুটি নিয়েছেন তা ছিল এক বড় কারণ। হাথুরু বিসিবিকে না জানিয়ে প্রতি বছরে তার পাওনা ৪০ দিনের বেশি সময় ছুটি কাটিয়েছেন। ফারুক আহমেদ বলেন, ‘একজনের অসদাচরণের বিরুদ্ধে নোটিশ দেয়ার কিছু নেই। সে যে সময় ছুটি কাটিয়েছে, সেটা ৩ মাসের বেশি ছিল। এটি ছিল তার অসদাচরণের অংশ।’ ফারুক আরো বলেন, ‘তিনি ই-মেইলে জানালেও সেটা ৩ মাসের বেশি হওয়ার সুযোগ নেই। তার দায়িত্ব এবং নিয়মের প্রতি জবাবদিহিতা থাকা উচিত। তিনি নিয়ম ভেঙেছেন।’
বরখাস্তের আগে হাথুরুর সঙ্গে ফারুক আহমেদের কোনো সরাসরি কথা হয়নি। বিসিবির প্রধান নির্বাহী হাথুরুকে চিঠি দিয়েছেন। ফারুক আহমেদ সাবেক কোচকে পছন্দ না করার বিষয়ে বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করিনি, কিন্তু আমি কখনো সেটা বলিনি। আমি সাবেক খেলোয়াড় হিসেবে বলেছি, ওই কোচের কাছ থেকে বেশি কিছু পাওয়ার আশা ছিল না। আমি তার সামর্থ্যে খুব বেশি আস্থা রাখিনি।’
আরো পড়ুন: বাংলাদেশ ক্রিকেটের নতুন কোচ কে এই ফিল সিমন্স
উল্লেখ্য, চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের সঙ্গে প্রথম মেয়াদে ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত কাজ করেন। সে সময় তিনি দক্ষিণ আফ্রিকার সিরিজ শেষে নিজেই পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। এবার দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আচরণবিধি ভঙ্গের কারণে তাকে পদ থেকে বরখাস্ত করা হয়। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের বিশেষ পছন্দের কোচ ছিলেন হাথুরু। তিনি বাংলাদেশে মাসে ৩৫ লাখ টাকার বেশি বেতন পেতেন।