×

খেলা

হাথুরুর বরখাস্ত হওয়া নিয়ে যা বললেন ফারুক আহমেদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ পিএম

হাথুরুর বরখাস্ত হওয়া নিয়ে যা বললেন ফারুক আহমেদ

বিসিবি প্রধান ফারুক আহমেদ ও বাংলাদেশ জাতীয় দলের সদ্য সাবেক কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ দাবি করেছেন, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার পেছনে তার ব্যক্তিগত ক্ষোভ নেই। মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ এই তথ্য জানান।

এদিন সকালে হাথুরুসিংহে মিরপুরে ছিলেন এবং মুশফিকুর রহিম ও ইবাদত হোসেনদের অনুশীলনে সহায়তা করেন। তবে তার জন্য এই দিনটি বিশেষ ছিল, কারণ দুপুরেই বিসিবি সভাপতি ঘোষণা দেন যে, চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত দায়িত্ব থাকার পরও হাথুরুর কোচিং অধ্যায় সমাপ্ত হয়েছে। অসদাচরণের অভিযোগের ভিত্তিতে হাথুরুকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এবং এই সময়ের জন্য তিনি সাসপেন্ড থাকবেন।

ফারুক আহমেদ বলেন, ‘আমার হাথুরুর সঙ্গে পূর্ব ইতিহাস রয়েছে। যখন আমি প্রধান নির্বাচক ছিলাম, তখনো আমাদের মধ্যে অনেক বিষয়ে মতবিরোধ হয়েছিল। তবে এসব ছিল ক্রিকেটীয় কারণে।’ তিনি স্বীকার করেন যে, তার কোচ হিসেবে হাথুরুর প্রতি আস্থা ছিল না।

ফারুক দাবি করেন, ‘ব্যক্তিগত পছন্দ-অপছন্দ একটা দলের বড় ক্ষতি করে। আপনি যদি পেশাদার হিসেবে কাজ করেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দটা চলে যাবে। আমি কখনো বলিনি যে, আমি তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আমি বলেছি, কোচ হিসেবে হাথুরুর খুব বেশি কিছু দেয়ার নেই।’

বিসিবি সভাপতি জানান, হাথুরুর সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই সম্পর্কচ্ছেদ করতে হয়েছে যথাযথ প্রক্রিয়া মেনে। সেজন্যই কারণ দর্শানোর নোটিশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। হাথুরুর বরখাস্তের দিন নতুন কোচ হিসেবে সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ফিল সিমন্সের নাম ঘোষণা করা হয়েছে। সিমন্স আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে শুরু করে আগামী চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফারুক আহমেদ জানান, হাথুরুর সঙ্গে আলোচনা হয়নি এবং তিনি নোটিশটি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কাছ থেকে পেয়েছেন। ফারুক ও নিজাম আজ রাতে আইসিসির সভায় যোগ দিতে দুবাই যাচ্ছেন এবং ২৬ অক্টোবর ফিরবেন।

আরো পড়ুন: যে কারণে বরখাস্ত হলেন হাথুরুসিংহে

এদিকে, ফিল সিমন্স আগামীকাল ঢাকায় আসার কথা রয়েছে। উল্লেখ্য, সিমন্স আগে থেকেই বিসিবির কোচের সম্ভাব্যদের তালিকায় ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App