ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন কিলিয়ান এমবাপে

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১১:০২ এএম

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। ছবি: সংগৃহীত
ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে সুইডিশ মিডিয়ায় প্রকাশিত ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন। সুইডেনের বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে এমবাপেকে ধর্ষণ মামলায় অভিযুক্ত করা হয়, যা তিনি সোশ্যাল মিডিয়ায় ‘ফেইক নিউজ’ বলে প্রত্যাখ্যান করেছেন।
সুইডিশ মিডিয়া, বিশেষ করে ট্যাবলয়েড এক্সপ্রেসেন, আফটনব্লাডেট এবং সম্প্রচার মাধ্যম এসভিটি এবং টিভি৪, তাদের রিপোর্টে দাবি করে যে, এমবাপে সম্প্রতি স্টকহোমে যাওয়ার পর এক ধর্ষণের অভিযোগের মুখোমুখি হয়েছেন। তবে সুইডেনের প্রসিকিউশন অথরিটি একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে জানায়, পুলিশে একটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এতে কোনো সন্দেহভাজনের নাম উল্লেখ করা হয়নি। খবর এবিসি নিউজের।
প্রসিকিউশন অথরিটির বিবৃতিতে বলা হয়, ‘২০২৪ সালের অক্টোবরে স্টকহোমের কেন্দ্রীয় একটি হোটেলে এই ঘটনাটি ঘটে’। মামলার তদন্তকারী প্রসিকিউটর মারিনা চিরাকোভা কোনো অতিরিক্ত তথ্য দিতে অস্বীকৃতি জানান এবং বলেন, ‘এই মামলায় কোনো সন্দেহভাজন রয়েছে কি না, তা আমি নিশ্চিত করতে পারছি না’। সুইডিশ কর্তৃপক্ষ সাধারণত চার্জ গঠন বা কোনো সন্দেহভাজনকে প্রাক-বিচার আটকাদেশে রাখার আগে তাদের নাম প্রকাশ করে না।
এমবাপের যোগাযোগ টিম সুইডিশ গণমাধ্যমের এই প্রতিবেদনগুলোকে ‘অপমানজনক গুজব’ বলে অভিহিত করে এবং জানান, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন। এসব অভিযোগের প্রচার অগ্রহণযোগ্য’।
তিনি নিজের অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, ‘ফেইক নিউজ!’ এবং ফরাসি গণমাধ্যমে প্রকাশিত সুইডিশ প্রতিবেদনগুলোর লিংক শেয়ার করেন।
এমবাপে ধারণা করেন, এই অভিযোগ সুইডেনে তার সংক্ষিপ্ত সফর এবং প্যারিসে তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের সঙ্গে বকেয়া বেতনের মামলার শুনানির সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, ‘শুনানির আগের দিন, যেন কাকতালীয়ভাবে এসব ঘটনা ঘটছে’।
এমবাপের আইনজীবী মেরি-অ্যালিক্স ক্যান-বার্নার্ড ফরাসি সম্প্রচার মাধ্যম টিএফ১-কে জানান, ‘আমার মক্কেল এই অভিযোগে হতবাক হয়েছেন। আমাদের জানানো হয়েছে যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা জানি না অভিযোগ কার বিরুদ্ধে’।
তিনি আরো বলেন, ‘অভিযোগ দায়ের করা মানেই সত্য প্রমাণ হওয়া নয়। এবং আমি নিশ্চিত করে জানিনা এই অভিযোগ এমবাপের বিরুদ্ধে কিনা’।
আরো পড়ুন: বলিভিয়ার জালে মেসিদের গোল উৎসব
উল্লেখ্য, এমবাপে গত সপ্তাহে সুইডেনের স্টকহোমে সংক্ষিপ্ত সফর করেন এবং সামান্য উরুর ইনজুরির কারণে ফ্রান্সের জাতীয় দলে খেলতে পারেননি। সেই সময় ফ্রান্স ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ খেলেছে, যা যথাক্রমে ১০ এবং ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়।