টাইগারদের নতুন কোচ ফিল সিমন্স ঢাকায়

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০১:২৩ পিএম

নতুন কোচ ফিল সিমন্স। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন ক্যারিবিয়ান ক্রিকেট কিংবদন্তি ফিল সিমন্স। চন্ডিকা হাথুরুসিংহের পরিবর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। বিসিবির ঘোষণা অনুযায়ী, সিমন্স আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্বে থাকবেন।
বুধবার ঢাকায় এসে পৌঁছানো ফিল সিমন্স এর আগে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দলের কোচ হিসেবে সফল সময় পার করেছেন। ক্যারিবিয়ান এই সাবেক অলরাউন্ডার ২০০৪ সালে জিম্বাবুয়ের হেড কোচ হিসেবে তার কোচিং ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০০৭ সালে আয়ারল্যান্ডের কোচ হিসেবে নিয়োগ পান এবং তার অধীনে আইরিশ দল ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ড এবং ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মতো শক্তিশালী দলকে হারিয়ে চমক সৃষ্টি করে।
সিমন্সের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হলো ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। তার অধীনে ওয়েস্ট ইন্ডিজ ভারত থেকে শিরোপা নিয়ে ফেরে, ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তবে ২০১৯ বিশ্বকাপের পরপরই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় সিমন্স ওয়েস্ট ইন্ডিজের কোচ পদ থেকে পদত্যাগ করেন।
খেলোয়াড়ি জীবনে ফিল সিমন্স ছিলেন একজন সুদক্ষ অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি ২৬টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন। টেস্টে ১ হাজার ২ রান ও ৪ উইকেটের পাশাপাশি ওয়ানডেতে তিনি ৩ হাজার ৬৭৫ রান সংগ্রহ করেন এবং ৮৩ উইকেট শিকার করেন।
আরো পড়ুন: অবশেষে দেশে আসছেন সাকিব, যেখানে অবস্থান করবেন
ফিল সিমন্সের বাংলাদেশ দলের দায়িত্ব নেয়াকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। টাইগারদের নতুন কোচ কীভাবে দলকে এগিয়ে নিয়ে যাবেন তা এখন সময়ই বলে দেবে।