×

খেলা

অভিযোগ অস্বীকার করে যা বললেন হাথুরুসিংহে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৮:৪৯ এএম

অভিযোগ অস্বীকার করে যা বললেন হাথুরুসিংহে

চান্দিকা হাথুরুসিংহে

   

বিসিবি চুক্তি বাতিল করার পর বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন চান্দিকা হাথুরুসিংহে। তবে যেসব কারণে তাকে বরখাস্ত করেছে বাংলাদেশের বোর্ড, সেই অভিযোগগুলোকে তিনি উড়িয়ে দিয়েছেন। যুক্তি দিয়ে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, কিছু ব্যাপারে আক্ষেপ আর বিস্ময়ের কথা জানিয়েছেন। পাশাপাশি বিদায়ী কোচ তুলেছেন কয়েকটি প্রশ্ন আর পাল্টা অভিযোগও।

গত মঙ্গলবার কোচের দায়িত্ব থেকে হাথুরুসিংহেকে বরখাস্ত করার ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ৪৮ ঘণ্টা সময় দিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার কথাও জানান বিসিবিপ্রধান। পরদিন বিসিবিকে জবাব পাঠিয়ে দেন হাথুরুসিংহে। সেই জবাবকে ‘অগ্রহণযোগ্য ও অসন্তোষজক’ জানিয়ে বৃহস্পতিবার তার চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করে বিসিবি। বিসিবির পক্ষ থেকে দুটি অভিযোগ হাথুরুসিংহের বিরুদ্ধে- ‘মিসকন্ডাক্ট উইথ আ প্লেয়ার’ ও ‘মিসকন্ডাক্ট অ্যাজ আ এমপ্লয়ি।’

গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ চলার সময় নাসুম আহমেদের গায়ে তিনি হাত তুলেছিলেন, এমন খবর ছড়িয়ে পড়ে বিশ্বকাপ শেষ হওয়ার কিছুদিন পর। দেশের ক্রিকেটে আলোচনার ঝড় ওঠে সেটিকে ঘিরে। বিশ্বকাপ ব্যর্থতার তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে ঘটনার উল্লেখ আছে বলে এবার জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি নিজেও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন বলে দাবি করেন। তবে বিবৃতিতে হাথুরুসিংহে তুলে ধরলেন তার যুক্তি। এই ঘটনা নিয়ে তার সঙ্গে কেউ আলোচনা করেনি বলেও দাবি বিদায়ী কোচের।

প্রথমত, কথিত যে ঘটনার অভিযোগ তোলা হয়েছে, বলা হয়েছে সেটি ডাগআউটে বা ড্রেসিং রুমে ঘটেছে, বিশ্বকাপের ম্যাচের সময় এই জায়গাগুলো সার্বক্ষণিক নজরদারিতে থাকে। ৪০ থেকে ৫০টির বেশি ক্যামেরায় ম্যাচের প্রতিটি মুহূর্ত ধারণ করা হয়। কোনো অভিযোগকারী বা প্রত্যক্ষদর্শীর কাউকে জেরা করার সুযোগ আমি পাইনি। এছাড়াও, যতটা দাবি করা হয়েছে, ঘটনা ততটা গুরুতর যদি হয়েই থাকে, তাহলে এটা খুবই বিভ্রান্তিকর যে, ওই খেলোয়াড় ঘটনার পরপরই দলীয় ম্যানেজার বা কোনো কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেনি। যদি অভিযোগ করা হয়ে থাকে, তাহলে খুবই বিস্ময়কর যে, আমাকে কেন তখন জিজ্ঞেস করা হয়নি বা আমার দিকের বক্তব্য জানতে চাওয়া হয়নি। তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ, বিসিবির চাকরি হিসেবে প্রাপ্য ছুটির চেয়েও অতিরিক্ত ছুটি কাটানো। এখানেও নিজের ব্যাখ্যা দিয়েছেন হাথুরুসিংহে।

অতিরিক্ত ছুটি কাটানার যে অভিযোগ তোলা হয়েছে, আমি পরিষ্কার করে দিতে চাই যে, যখনই ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছি, সবসময়ই প্রধান নির্বাহী ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের অনুমতি চেয়েছি এবং পেয়েছি। বিসিবি কখনোই জানায়নি যে, আমার ছুটি নিয়ে তারা অখুশি। বরং উল্টো যতবার ছুটি চেয়েছি, বিসিবিই অনুমোদন দিয়েছে। তাদের অনুমতি ছাড়া কখনোই ছুটিতে যাইনি। নতুন বোর্ড সদস্যরা যখন বাড়তি ছুটি নেওয়ার অভিযোগ জানাল, তারা সরকারি ছুটিগুলো বিবেচনায় নেয়নি, যেমন ঈদ বা শুক্রবার কিংবা এই ধরনের যা ছিল আমার ছুটির সময়। সরকারি ছুটিগুলোর সময় যখন আমি ছুটি কাটাইনি, সেগুলোর জন্য তারা আমাকে সাধুবাদও জানায়নি। আমি যতটা বুঝি, বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী, শুক্রবারগুলোয় কাজ করার জন্য পরবর্তীতে ছুটি পাওয়ার কথা। এর বাইরেও, বিসিবির চাকরি হিসেবে শুক্রবার আমার ছুটি পাওয়ার কথা ও বৃহস্পতিবার অর্ধ-দিবস ছুটি পাওয়ার কথা।

চুক্তি বাতিলের নানা ঘটনাক্রম থেকে হাথুরুসিংহের ধারণা, তাকে সরিয়ে দিতেই সাজানো চিত্রনাট্য অনুযায়ী কাজ করা হয়েছে। তাকে দ্রুত বাংলাদেশ ত্যাগ করতে বলা হয়েছে বলেও দাবি তার। এই অভিযোগগুলো আমার কাছে পূর্বপরিকল্পিত মনে হচ্ছে। বর্তমান সভাপতি মেয়াদ শুরুর প্রথম দিনই প্রকাশ্যে ইচ্ছাপ্রকাশ করেছিলেন আমাকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার, যেখানে বিসিবির আর্থিক সংযোগ থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেছিলেন। এছাড়াও নতুন কোচ নিয়োগের স্রেফ চার ঘণ্টা আগে ‘কারণ দর্শাও’ নোটিশ পেয়ে আমি হতভম্ব হয়ে গেছি, যদিও নোটিশে বলা হয়েছিল নিজেকে নির্দোষ প্রমাণের ৪৮ ঘণ্টা সময় আমার আছে।

এই ঘটনাগুলোর ধারাবাহিকতা আমার বিরুদ্ধে নেয়া ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার কারণে আমাকে দ্রুত বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরামর্শও দেয়া হয়েছে। সবকিছু নিয়ে তদন্তের মুখোমুখি হতে আপত্তি নেই হাথুরুসিংহের। ৫৬ বছর বয়সী সাবেক লঙ্কান অলরাউন্ডারের বিশ্বাস, শেষ পর্যন্ত তিনিই সত্যি প্রমাণিত হবেন। নিজের সম্মান রক্ষায় আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং এসব ব্যাপারে যে কোনো তদন্তে পূর্ণ সহযোগিতা করব। দিনশেষে, সত্যের জয় হবেই এবং যে খেলাটাকে এত ভালোবাসি, সেটায় ইতিবাচকভাবে অবদান রেখে যাব।

শ্রীলঙ্কার হয়ে ২৬ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলা সাবেক এই অলরাউন্ডার অনেক দিন ধরেই পরিবার নিয়ে থিতু সিডনিতে। বাংলাদেশের কোচ হিসেবে প্রথম দফায় মেয়াদ পূর্ণ করার দেড় বছর আগে তিনি পদত্যাগ করেছিলেন বিতর্কিতভাবে। পরে শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব নেন। যেখানে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে বরখাস্ত করা হয়। এবার বাংলাদেশে তার দ্বিতীয় অধ্যায় শেষ হলো বরখাস্ত হয়েই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App