মিরপুরে ধসের বাজে রেকর্ড টাইগারদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৩:১৩ পিএম

বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত
ভারত সিরিজ জুড়েই অজুহাতের ছড়াছড়ি ছিল। ম্যান ইন ব্লুদের সঙ্গে খেলা সহজ না, এমন অজুহাতও এসেছে। এবার মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চেনা উইকেট-কন্ডিশনেও ধসের বাজে রেকর্ড গড়লো বাংলাদেশ। তা-ও প্রথম দিন দ্বিতীয় সেশনের শুরুতেই ৪০ দশমিক ১ ওভারে ১০৬ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। প্রোটিয়া পেসে ধসে গেছেন নাজমুল শান্ত-মুমিনুল হকরা।
এটি মিরপুরে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটের বাজে কীর্তি বাংলাদেশের। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছিল টাইগাররা। সেটা অবশ্য দ্বিতীয় ইনিংসে। এবার প্রথম ইনিংসে ১০৬ রানে থামল ফিল সিমন্সের শিষ্যরা।
এর আগে, মিরপুরে ৪৫ দশমিক ৪ ওভারে শ্রীলঙ্কার বিপক্ষে ১১০ রান ছিল দ্বিতীয় সর্বনিম্ন। ২০১৮ সালে সেই টেস্টে ধসে গিয়েছিল বাংলাদেশ। এ ছাড়া ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬ দশমিক ৪ ওভারে ১১১ রানে অলআউট করেছিল বাংলাদেশ। আর ২০১৪ সালে জিম্বাবুয়েকে ১১৪ রানে থামিয়েছিল। গেল বছর ১১৫ রানে অলআউট হয়েছিল আফগানিস্তান।