সাকিবের সঙ্গে পার্থক্য কই, জানালেন তাইজুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৭:০১ পিএম

তাইজুল-সাকিব
দেশের ক্রিকেটে বাঁ-হাতি স্পিনারদের মধ্যে সাকিব আল হাসানের পরই তাইজুল ইসলামের অবস্থান। ব্যাটিং দক্ষতায় সাকিব এগিয়ে থাকায় অনেক সময় একাদশে জায়গা হয়নি তাইজুলের। এবার সাকিবের সঙ্গে নিজের পার্থক্য সামনে এনেছেন বাঁ-হাতি এই স্পিনার।
সম্প্রতি লাল বলের ক্রিকেটকে বিদায় বলেছেন সাকিব। তাই টেস্টের অটোচয়েজ হিসেবে একাদশে তাইজুল। মিরপুর টেস্টের প্রথম দিনেই তুলে নেন ফাইফার। সোমবার (২১ অক্টোবর) সংবাদ সম্মেলনেও আসেন তিনি। এদিন তাইজুলের কাছে অধিকাংশ প্রশ্নই সাকিবকে জড়িয়ে ছিল।
তাইজুল বলেন, দেখেন, অনেক সময়ে কন্ডিশনের ব্যাপার থাকে। দেখা যাচ্ছে, কোনো সময় আমি বেশি বল করছি, সাকিব (ভাই) ওই সময় সেভাবে প্রভাব ফেলতে পারছেন না। আবার অনেক সময় ফ্লাট উইকেট থাকে, যেহেতু সাকিবের অনেক ভেরিয়েশন থাকে, সে সময় তিনি বেশি বল করছে।
তিনি আরো যোগ করেন, ‘আরও ম্যাচের পরিস্থিতির ব্যাপার থাকে। চাপ, রান এবং অ্যাটাকিংয়ের ওপর নির্ভর করেছে। আর আমাদের মধ্যে মূল পার্থক্যটি হলো আমি অনেক সময় ধরে বল করতে পারি। এটা ১৫ থেকে ২০ ওভারও করতে পারব।’
সাকিবকে নিয়ে তাইজুল বলেন, সাকিব ছাড়া যেকোনো ম্যাচ খেলেনি এমনই নয়। ঘরের মাঠে এবং বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছি তাকে ছাড়াই। আপনি চাইলে তো আর একটা ক্রিকেটারকে ৫০ বছর খেলাতে পারবেন না। আপনারা দোয়া করবেন, যাতে তার মতো আরো ভালো ক্রিকেটার বাংলাদেশে তৈরি হয়। কারণ, তার (সাকিব) মতো ক্রিকেটার দলে থাকা অনেক কিছু।
মিরপুরে উইকেট নিয়ে তাইজুল বলেন, প্রতিটি দলই ঘরের মাঠে সুযোগ কাজে লাগাবে। তবে আমাদের ব্যাটিংয়ে আর কিছু রান করা উচিত ছিল। তাহলে আমাদের জন্য ম্যাচটি সহজ হতো।