সাদমানের পর মুমিনুলকেও ফেরালেন রাবাদা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০২:৩৮ পিএম

ছবি: সংগৃহীত
মিরপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। জবাবে কাইল ভেরেইনার দুর্দান্ত সেঞ্চুরিতে ২০২ রানের লিড নিয়ে ৩০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকা। এবার দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ৩ ওভার শেষ হবার আগেই জোড়া উইকেট হারিয়েছে স্বাগতিক দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪ রান। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনও ১৯৭ রানে পিছিয়ে বাংলাদেশ।
২০২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ৭ বলে মাত্র ১ রানে ফেরেন ওপেনার সাদমান। এরপর রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান মুমিনুল। দুই বাঁ-হাতিকেই ফেরান কাগিসো রাবাদা।
এর আগে, ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে প্রোটিয়ারা। দিনের শুরু থেকেও বাংলাদেশ বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেন ভেরেনি ও মুল্ডার। শতরানের জুটি গড়েন দু’জনে। এ সময় টেস্টে চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে নেন ভেরেনি।
ইনিংসের ৬০তম ওভারে বাংলাদেশ স্পিনার নাইম হাসানের বলে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ব্যক্তিগত ৪৭ রানে জীবন পেয়ে টেস্টে প্রথম অর্ধশতক করেন মুল্ডার।
৬৫তম ওভারে বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ। ওভারের পঞ্চম বলে সাদমান ইসলামের ক্যাচে মুল্ডারকে বিদায় করেন হাসান। ৮ চারে ১১২ বলে ৫৪ রান করেন মুল্ডার। পরের ডেলিভারিতে রিভার্স সুইংয়ে কেশব মহারাজকে বোল্ড করেন হাসান। হ্যাটট্রিকের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি হাসান।
দলীয় ২২৭ রানে অষ্টম উইকেট পতনের পর অবিচ্ছিন্ন ১৬ রানের জুটিতে প্রথম সেশন শেষ করেন ভেরেনি ও ড্যান পিট।
নবম উইকেটে ৬৬ রান তোলেন ভেরেইনে ও ডেন পিডট। তবে ৮৭ বলে ৩২ রান করা পিডটকে এলব্ডিব্লিউ করে জুটি ভাঙেন মিরাজ। তবে এর আগেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন ভেরেইনা। এরপর বিধ্বংসী ব্যাটিংয়ে লিড ২০০ পার করেন এই ব্যাটার। কিন্তু মিরাজের ঘুর্ণিতেই কাটা পড়েন তিনি। ১৪৪ বলে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন প্রোটিয়া এই ব্যাটার। ফলে ২০২ রানের লিড নিয়ে ৩০৮ রানে থামে প্রোটিয়াদের প্রথম ইনিংস।