প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের মাইলফলক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ পিএম

মুশফিকুর রহিম
প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক ছুঁলেন মুশফিকুর রহিম। এই কীর্তি গড়তে ৯৩ টেস্ট খেলেছেন মুশি। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান ৫ হাজার ১৩৪ তামিম ইকবালের।
মিরপুর টেস্ট শুরুর আগে এই মাইলফলক স্পর্শ করতে ৩৯ রান দরকার ছিল মুশির। তবে হোম অব ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১১ রানে প্যাভিলিয়নে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার। ফলে মাইলফলক ছুঁতে দ্বিতীয় ইনিংস পর্যন্ত অপেক্ষা বাড়ে তার। দ্বিতীয় দিনের শেষবেলায় প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজারি ক্লাবে নাম লেখান তিনি।
এখন পর্যন্ত ৩৮ দশমিক ৪৮ গড়ে রাজকীয় এই ফরম্যাটে তার রান ৬ হাজার ৩। এর মধ্যে ১১টি সেঞ্চুরি ও ২৭ ফিফটি রয়েছে মুশির।
এ তালিকায় দুইয়ে আছেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ৭০ টেস্টে ৫ হাজার ১৩৪ রান করেছেন। ১০ সেঞ্চুরির সঙ্গে ৩১টি অর্ধশতক আছে তার।
টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিন নম্বরে সাকিব আল হাসান। ৭১ টেস্টে ৪ হাজার ৬০৯ রান করেছেন এই অলরাউন্ডার। এই রান করতে ৫ সেঞ্চুরি ও ৩১টি ফিফটি করেছেন সাকিব।
সাকিবের পরে আছেন মুমিনুল হক। ৬৬ টেস্টে ১৩ সেঞ্চুরি ও ১৯ ফিফটিতে ৪ হাজার ২৬৯ রান করেছেন সাবেক এই অধিনায়ক। সাবেক অধিনায়ক ও বর্তমানে নারী ক্রিকেটের প্রধান হাবিবুল বাশার সুমন ৫০ টেস্টে ৩ হাজার ০২৬ রান করেছেন।